প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৭ জানুয়ারী : পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত কামারহাটি গ্রামে শুক্রবার সকালে হঠাৎই একটি দলছুট হাতি ঢুকে পড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাধবডিহি থানার ওসিসহ পুলিশ কর্মীরা ।খবর দেওয়া হয় বন দফতরে । এরপর বনদপ্তরের কর্মীরা হাতিটিকে আরামবাগের জঙ্গলের দিকে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে । হাতিটি লোকালয়ে ঢুকে পড়লেও কোনও ক্ষয়ক্ষতি করেনি । তার ফলে কোনও ক্ষোভ বিক্ষোভ ছড়ায়নি ।
দেখুন ভিডিও :
প্রসঙ্গত,গত বছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাঁকুড়া জেলার পাত্রসায়ের বিস্তীর্ণ এলাকার ধানজমি তথনচ করে দেয় ৫০-৬০ টি হাতির একটি দল । দলটি সেখানে তাড়া খেয়ে ঢুকে পড়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামের সরগ্রাম ও অভিরামপুর অঞ্চলে । তথনচ করে দেয় মাঠের আধ পাকা ধান । বেশ কিছুদিন দলটি আউশগ্রাম এলাকাতেই অবস্থান করেছিল । পরে হুলা পার্টিদের সহায়তায় দলটিকে বাঁকুড়ার জঙ্গলে পাঠিয়ে দেয় বন কর্মীরা ।।