এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৩ এপ্রিল : আজ রবিবার সকালে অজয়নদের তীরবর্তী পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বনপাড়া ও কেওটসা গ্রামের মাঝামাঝি এলাকায় মাঠে ৬ টি তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় ৷ স্থানীয় এক কৃষক চাষের কাজে মাঠে গেলে একটি প্লাস্টিকের জারের মধ্যে বোমাগুলি দেখতে পায় । পরে খবর পেয়ে পুলিশ আসে । পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে এবং বোম্ব স্কোয়াডকে খবর দেয় । কে বা কারা বোমাগুলি মজুত করে রেখেছিল তা স্পষ্ট নয় । তবে স্থানীয়দের অনুমান, অজয়নদের বালিঘাটের কর্তৃত্বের লড়াই ঘিরে বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে, অজয়নদে মঙ্গলকোটের বনপাড়া গ্রামের একটি বালিঘাটের কাছে ওই বোমাগুলি উদ্ধার হয়েছে । মঙ্গলকোট এলাকার এক ব্যবসায়ী সম্প্রতি ওই বালিঘাটের ইজারা পেয়েছে । পার্শ্ববর্তী বীরভূম জেলার বালি মাফিয়াদের নজর ওই বালিঘাটের উপর । বীরভূমের মাফিয়ারা প্রায়ই ঘাট থেকে বালি তুলে নিয়ে যায় । এনিয়ে দু’পক্ষের মধ্যে লড়াই চলছে । তার জেরেই বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা ।।