এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ ফেব্রুয়ারী : কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় পুরসভার সামনে একটি পানশালায় আজ শনিবার সাতসকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকলকর্মীদের ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। আগুনে পুড়ে গিয়েছে পানশালার বেশ কিছুটা অংশ। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
জানা গেছে,কলকাতার ৪/১ হগ স্ট্রিটে আমিনিয়া হোটেলের সামনে রয়েছে ওই পানশালা ৷ সামনেই রয়েছে কলকাতা পুরসভার ভবন । এলাকায় পরপর রয়েছে দোকান, রেস্তোরাঁ ও আবাসিক ভবন । আজ সকাল ৮:১৫ নাগাদ পানশালা থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা । এমনিতেই এলাকাটি জনবহুল। প্রচুর মানুষের আনাগোনা । ফলে পানশালায় অগ্নিকাণ্ডের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । আগুন ছড়ানোর আশঙ্কায় রাস্তায় নেমে পড়েন ব্যবসায়ীরা । পরে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
আগুনে পুড়ে গিয়েছে পানশালার বেশ কিছুটা অংশ। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি ।বারের সঙ্গে থাকা রেস্তোরাঁর রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করছে দমকলবাহিনী । তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। কয়েকদিন আগে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । পাশাপাশি একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনায় কলকাতা পুরসভার ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ।।

