এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৯ মে : না জানিয়ে অফিসে করোনার টিকাকরণ চলায় আউশগ্রাম-১ বিডিও অফিসে তালা ঝোলালেন পঞ্চায়েত সমিতির সভাপতি । শনিবার বিকেলে আউশগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মাজির এহেন কান্ডের জেরে বিডিও অফিসের মধ্যে আটকে পড়েন অফিসের কয়েকজন কর্মী ও স্বাস্থ্য কর্মীরা । পরে অফিসের বড়বাবু দুঃখ প্রকাশ করলে রাগ কমে পঞ্চায়েত সমিতির সভাপতির । খুলে দেন গেটের তালা । তারপর আটকে পড়া অফিস কর্মীরা বাড়ির উদ্দেশ্যে রওনা হন । এদিনের এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার থেকে আউশগ্রাম-১ বিডিও অফিসে কোভিডের ভ্যাকসিনেশন শুরু হয়েছে । এদিন দুপুর থেকে বিডিও অফিস কর্মীদের প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছিল । এই খবর জানতে পেরে বিকেল রায় ৩ টে নাগাদ বিডিও অফিসে আসেন মনোরঞ্জন মাজি ।
মনোরঞ্জন মাজি বলেন,’বিডিও সাহেব কোভিড আক্রান্ত হয়ে ছুটিতে রয়েছেন । কথা হয়েছিল শনিবার টিকাকরণ বন্ধ রাখা হবে । তা সত্ত্বেও কেন টিকাকরন চলছিল সেটা জানতেই আমি বিডিও অফিসে এসেছিলাম । কিন্তু বিডিও অফিসের কেউই সদুত্তর দিতে পারেননি । এমনকি এদিন কাদের টিকা দেওয়া হয়েছে সেই বিষয়েও কেউ সঠিক করে কিছু জানাতে পারেননি ।’
জানা গেছে, টীকাকরন নিয়ে মনোরঞ্জনবাবুর সঙ্গে অফিস কর্মীদের একপ্রস্থ তর্কাতর্কি শুরু হয়ে যায় । তারপরেই ক্ষিপ্ত হয়ে বিডিও অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে দেন মনোরঞ্জনবাবু । বন্ধ হয়ে যায় টীকাকরন । এদিকে বাড়ি ফেরার মুখেই অফিস কর্মীরা অফিসের ভিতরে আটকে পড়েন । আটকে পড়েন স্বাস্থ্যকর্মীরাও । শেষে বিডিও অফিসের প্রধান করনিক অরূপ হাটি দুঃখ প্রকাশ করলে কিছুক্ষনের মধ্যেই তালা খুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি । যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অরূপবাবু ।।