এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ জুলাই : রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে উদযাপিত জেলা বনমহোৎস অনুষ্ঠান বয়কট করলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সমস্ত কর্মাধ্যক্ষরা । আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওড়গ্রাম চতুস্পল্লী হাইমাদ্রাসায় পূর্ব বর্ধমান জেলার বনমহোৎস উদযাপন করা হয় । কিন্তু বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সদস্যদের পাশাপাশি অনুষ্ঠানে দেখা যায়নি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ভাতারের বাসিন্দা শান্তনু কোঁয়ারকেও । যা ঘিরে তোলপাড় শুরু হয়েছে ৷ সূত্রের খবর, বনবিভাগের প্রতি রুষ্ট হয়েই আজকে ভাতারে আয়োজিত জেলা বনবিভাগের এই অনুষ্ঠান পরিকল্পিতভাবে বয়কট করেছেন ভাতারে শাসকদলের একাংশ ।
কিন্তু কেন বয়কট করলেন মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে উদযাপিত আজকের এই অনুষ্ঠান ? এই প্রশ্নের উত্তরে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, ‘বনবিভাগ ভাতার পঞ্চায়েত সমিতির সঙ্গে ওই অনুষ্ঠান সংক্রান্ত কোনও আলোচনা করেনি । তাছাড়া আমি কলকাতায় আসন্ন একুশে জুলাই সমাবেশ নিয়ে পূর্ব নির্ধারিত দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম ।’ অন্যদিকে শান্তনু কোঁয়ার বনবিভাগের তরফে আমন্ত্রণপত্র দেওয়ার কথা স্বীকার করলেও কলকাতায় আসন্ন একুশে জুলাই সমাবেশের প্রস্তুতিকে অনুপস্থিতির কারন হিসাবে যুক্তি দিয়েছেন ।
তবে সূত্রের খবর, আজকে ওড়গ্রাম চতুস্পল্লী হাইমাদ্রাসায় জেলার বনমহোৎস অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা পুরটাই করেছে জেলার বনদপ্তর । বেশ কিছুদিন ধরে অনুষ্ঠানের প্রস্তুতি চললেও ভাতারের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বনদপ্তর কোনো আলাপ আলোচনাই করেনি বলে অভিযোগ । কিন্তু ভাতারের বিধায়কসহ বাকিদের বনদপ্তরের তরফ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল । আর এতেই চরম ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন বিধায়কসহ তৃণমূলের স্থানীয় নেতারা ।
তবে এদিন ভাতারের বিধায়কসহ অনান্যরা বয়কট করলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, পূর্ব বর্ধমান জেলা বন আধিকারিক নিশা গোষ্মামী, সহকারী বিভাগীয় বন আধিকারিক সোমনাথ চৌধুরী,আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ্য নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়,বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্ত তা সহ পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার বন আধিকারিকদের । প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। ছিল সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও ।।