এইদিন ওয়েবডেস্ক,মিশর,০৮ মার্চ : গত বছরের ৭ অক্টোবর ইসলায়েলে হামলা চালানোর পর ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাসের বিষয়ে ওই বছর নভেম্বর/ডিসেম্বর মাসে মিশরে একটা সমীক্ষা চালিয়েছিল ওয়াশিংটন ইনস্টিটিউটের ফিকরা ফোরাম ৷ মূলত হামাস সম্পর্কে মিশরীয়দের মতামত নেওয়া হয়েছিল । সেই সময় সন্ত্রাসী হামাস সম্পর্কে অধিকাংশ মিশরীয়দের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায় । অতীতে হামাস সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করত মিশরীয়রা । কিন্তু হঠাৎ করে সন্ত্রাসী হামাস সম্পর্কে মিশরীয়দের ধারণার আমূল পরিবর্তন ঘটে গেছে । এখন সন্ত্রাসী হামাস মিশরীয়দের চোখে ‘হিরো’ ।
এর আগে ২০২০ সালে,৭৩ শতাংশ মিশরীয় হামাস সম্পর্কে নেতিবাচক এবং ২৩ শতাংশ ইতিবাচক মনোভাব দেখিয়েছিল । কিন্তু এখন ৭৫ শতাংশ মিশরীয়দের চোখে হামাস ‘হিরো’ । তবে ২১ শতাংশ এখনো হামাসকে ঘৃণা করে ।
জরিপে দেখা গেছে যে হামাসের নতুন জনপ্রিয়তার পিছনে রয়েছে এখনো পর্যন্ত মুসলিমদের হত্যা করেনি হামাস । তবে মুসলিম ব্রাদারহুডের প্রতি মিশরীয়দের মনোভাব আগের চেয়ে খারাপ – ৮৭ শতাংশ মিশরীয় মুসলিম ব্রাদারহুডকে অস্বীকৃতি জানায় এবং ৭৯ শতাংশ মানুষের লেবাননের সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহ সম্পর্কে নেতিবাচক মতামত দিয়েছে ।
৭০ শতাংশ মিশরীয় মনে করে যে ইরান, হিজবুল্লাহ, হুথি এবং তাদের অন্যান্য ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলি ফিলিস্তিনিদের সাহায্য করতে ইচ্ছুক । কিন্তু তারা যাই দাবি করুক না কেন তারা ফিলিস্তিনিদের সাহায্য করতে অক্ষম ।
মিশরীয়রা মনে করে যে হামাসই একমাত্র দল যারা প্রকৃতপক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার ঝুঁকি নিতে পারে ; অন্য দলগুলো শুধু আস্ফালন করতে পারে । দূর থেকে রকেট ছোড়ার মধ্যে কোনো সাহসিকতা নেই। এই কারণেই হামাস এত জনপ্রিয় । ইহুদিদের হত্যা করতে গিয়ে তারা শহীদ হতেও পিছপা হয় না বলে মনে করে মিশরীয়রা ৷
সমীক্ষায় আরও দেখা গেছে যে ৯৪ শতাংশ মিশরীয় বিশ্বাস করে না যে হামাস ৭ অক্টোবরে বেসামরিক মানুষকে হত্যা করেছে । ৯০ শতাংশ মিশরীয় মনে করে না যে ইসরায়েলে ঢুকে নাশকতা চালিয়ে হামাস কোনো যুদ্ধাপরাধ করেছে ।
এই ফলাফলগুলি মিশরের মধ্যে ইহুদি-বিরোধী মনোভাবকে প্রতিফলিত করে । হামাসের নিজস্ব অপপ্রচারমূলক ভিডিওগুলি মিশরীয়দের মনে যে ব্যাপক ছাপ ফেলেছে এই সমীক্ষাই তার প্রমাণ । নৃশংসতায় কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটকে ছাড়িয়ে গেলেও মিশরীয়দের নজরে হামাস এখন ধার্মিক এবং একমাত্র যুদ্ধাপরাধী ইসরায়েল ।।