এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,০৪ নভেম্বর : ইসরায়েলের সাধারণ নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহু জয়ী হওয়ার পরপরই গাজা উপত্যকা থেকে একের পর এক চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে । তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি । জানা যায়,প্রথমে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর এক ঘণ্টার ব্যবধানে গাজা উপত্যকা থেকে পরপর তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় । যদিও ক্ষেপণাস্ত্র হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে ফিলিস্তিনি জিহাদিরা এই হামলা চালিয়েছে বলে অনুমান করছে ইসরায়েল । এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা বাহিনী রকেট সাইরেন দিয়ে গাজা সীমান্তের কাছে কিসুফিম, আইন হাশলোশা এবং নিরিম শহরগুলোকে সতর্ক করে । ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বলছে, আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটিকে আটকানো সম্ভব হয়েছে ।
এর আগে ইসরায়েলি সামরিক অভিযানে পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হয় । নিহত নাম ফারুক সালামেহ । সে চলতি বছরে এক ইসরায়েলি অভিজ্ঞ পুলিশ কমান্ডোকে হত্যার সাথে জড়িত ছিল বলে জানিয়েছে আইডিএফ এবং সীমান্ত পুলিশ ।।