এইদিন ওয়েবডেস্ক,গাজা,০৫ ডিসেম্বর : ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তিন দফায় এক সপ্তাহের যুদ্ধবিরতির পর গাজায় আবারও সর্বাত্মক হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী(আইডিএফ) । আইডিএফ-এর হামলায় সপরিবারে নিহত হয়েছেন ফিলিস্তিনি জ্যোতির্বিজ্ঞানী এবং ইসলামি ইউনিভার্সিটি অব গাজার প্রেসিডেন্ট সুফিয়ান তাইয়েহ । ফিলিস্তিনের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানিয়েছে । আল-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটির তথ্য অনুসারে, সুফিয়ান তাইয়েহ ছিলেন পদার্থবিদ্যা ও ফলিত গণিতের গবেষক। তিনি ফিলিস্তিনে ভৌত, অ্যাস্ট্রোফিজিক্যাল ও মহাকাশ বিজ্ঞানবিষয়ক ‘ইউনেসকো চেয়ার’ মনোনীত হয়েছিলেন। এছাড়া আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পরিচালিত একটি গবেষণার ভিত্তিতে তিনি ২০২১ সালের বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন।
ফিলিস্তিনের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী শনিবার গাজার ৩০ কিলোমিটার উত্তর-পূর্বের আল-ফালুজা এলাকায় বিমান হামলা চালায়। সেই হামলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুফিয়ান তাইয়েহ নিহত হয়। তার পরিবারের অন্য সদস্যরাও এই হামলায় নিহত হয়েছে । ফিলিস্তিনের শিক্ষামন্ত্রী মাহমুদ আবু মুইস এক বিবৃতিতে বলেন, শিক্ষাবিদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডঃ সুফিয়ান তাইয়েহ এবং তার পরিবার গাজার ফালুজা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়েছেন।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে একাধিক বার ফিলিস্তিনি বিজ্ঞানীদের হত্যার অভিযোগ উঠেছে । ২০১৬ সালে হামাসের ড্রোন বিশেষজ্ঞ মোহাম্মদ জাওয়ারিকে তিউনিসিয়ায় হত্যার অভিযোগ উঠেছিল । পরে ফিলিস্তিনি তরুণ বিজ্ঞানী ফাদি আল-বাতশকে (৩৫) কুয়ালালামপুরে ফজরের নামাজে যাওয়ার সময় হত্যা করা হয় । এই দুই হত্যাকাণ্ডের ঘটনায় মোসাদের দিকে অভিযোগের আঙুল তুলেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ ।।