এইদিন স্পোর্টস নিউজ,০১ অক্টোবর : ফের নাক কাটল পাকিস্তানের। এশিয়া কাপের ট্রফি ফেরত দিয়ে ক্ষমা চাইতে হল পাকিস্তানি মন্ত্রী, পিসিবি চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভিকে ৷ যিনি এশিয়া কাপ -২০২৫ ফাইনালের পর ভারতীয় দলকে বিজয়ীর ট্রফি না দিয়ে কার্যত চুরি করে নিয়ে গিয়েছিলেন । কিন্তু বিসিসিআই-এর কড়া অবস্থানের সামনে নতজানু হতে হল তাকে । সূত্রের খবর, এশিয়া কাপের ট্রফিটি দুবাইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে জমা দিয়ে গেছেন নকভি । শীঘ্রই ট্রফিটি ভারতীয় কর্মকর্তার হাতে তুলে দেওয়া হবে ।
এশিয়া কাপ ফাইনাল শেষে চুড়ান্ত নাটক দেখা যায় মাঠে ৷ মাঠের মধ্যে ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবরা শুয়ে বসে থাকলেও তারা চ্যাম্পিয়ান ট্রফি মহসিন নকভির হাত থেকে নিতে অস্বীকার করে । খেলা শেষ হওয়ার সওয়া ১ ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ভারতের কুলদীপ যাদব ম্যাচের সেরা ও অভিষেক শর্মা প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কার পান। তাঁরা পুরস্কার নেওয়ার পর সঞ্চালক ডুল জানান, ভারতীয় দল চ্যাম্পিয়নের ট্রফি নেবে না। নকভিও নিজের সিদ্ধান্ত থেকে সরেননি। অন্য কোনও কর্তাকে তিনি ট্রফি দেওয়ার অনুমতি দেননি। সেই কারণে ভারতীয় দলও নিজেদের দাবি থেকে সরেনি। এরপর নকভি ট্রফিটি নিজের সঙ্গে হোটেলে নিয়ে চলে যান । তিনি শর্ত আরোপ করেন যে অনুষ্ঠান করে সূর্যকুমাররা ট্রফি নিতে এলে তবেই তিনি তা হস্তান্তর করবেন। এরপর কড়া অবস্থান নেয় বিসিসিআই ।
সূত্র জানিয়েছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে৷ শুধু তাই নয়, বিসিসিআইও নাকভিকে অপসারণের দিকে এগিয়ে যাচ্ছে ৷ পাকিস্তানে বিরুদ্ধে একাধিক কোড লঙ্ঘনের অভিযোগ এনে অন্যান্য সদস্য দেশগুলির সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল । বলা হচ্ছে যে বিসিসিআই অন্যান্য সদস্য দেশগুলিকে একমত করে নাকভিকে অপসারণের কৌশল তৈরি করছে। বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে, তারা এই বিষয়টি আইসিসির কাছে উত্থাপন করতে চায় এবং নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা আইসিসির সভায় এটি উত্থাপন করবে ।
এদিকে বিপদ আঁচ করে চুপিচুপি এশিয়া কাপের ট্রফি, মেডেল এসিসির দপ্তরে জমা দিয়ে আসেন নাকভি । এমনকি তিনি নিজের এহেন আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন । খুব শীঘ্রই চ্যাম্পিয়ন ট্রফি দুবাইয়ের কার্যালয় থেকে তুলে দেওয়া হবে ভারতীয় প্রতিনিধিকে।।