এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৩ নভেম্বর : বিশ্বকাপে শোচনীয় পরাজয়ের পর দেশে ফিরে আসা জোর ধাক্কা খেয়েছে পাকিস্তান ক্রিকেট দল । পদত্যাগ করেছেন পাকিস্তান দলের বোলিং কোচ মরনে মরকেল(Morne Morkel)। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা শিগগিরই দলের নতুন বোলিং কোচের নাম ঘোষণা করবে।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মরকেলকে চলতি বছরের জুন মাস থেকে ৬ মাসের জন্য পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল । কিন্তু বিশ্বকাপের লিগ পর্ব থেকে দল বিদায় নেওয়ার পরেই মেয়াদের আগেই পদত্যাগ করেছেন মরকেল ।
এর আগে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক ইনজামাম উল হকও পদত্যাগ করেছেন। হারুন রশিদ পদত্যাগ করার পর ইনজামাম-উল-হককে চলতি বছরের আগস্টে পিসিবির প্রধান নির্বাচক করা হয়েছিল । পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, বাবর আজমও শিগগিরই অধিনায়কত্ব থেকে ইস্তফা দিতে পারেন। বাবরও তার বোর্ডের আচরণে খুশি নন বলে দাবি করা হচ্ছে ।
একদিনের বিশ্বকাপ ২০২৩-এ সেমিফাইনালে পৌঁছতে পারেনি পাকিস্তান । একের পর এক লজ্জাজনক পরাজয়ের জেরে লীগ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছে । পাকিস্তান দলের খেলোয়াড়রা কলকাতা ফ্লাইটে সবাই সংযুক্ত আরব আমিরাত হয়ে দেশে ফিরে গেছে । তবে পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলি আপাতত ভারতে তার শ্বশুরবাড়িতে রয়েছেন । আগামী ২২ নভেম্বর তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে । বাবর আজমদের কোচ মিকি আর্থারও দলেও সঙ্গে পাকিস্তানে ফিরে যাননি । তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে । আগামী ১৬ তারিখে তার পাকিস্তানের ফেরার কথা রয়েছে ।।