এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৮ নভেম্বর : শেখ হাসিনাকে সরিয়ে মহম্মদ ইউনূস অনৈতিকভাবে ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে বাংলাদেশের । বেড়েছে কুখ্যাত সন্ত্রাসবাদীদের যাতায়ত । বাংলাদেশের কট্টর ইসলামি গোষ্ঠীগুলি পশ্চিমবঙ্গ ও ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলিকে কেড়ে নিয়ে “গ্রেটার বাংলাদেশ” ডাক দিচ্ছে মাঝেমধ্যেই । এমনকি তারা “গ্রেটার বাংলাদেশ” এর সম্ভাব্য ম্যাপও প্রকাশ করে দিয়েছে । এই পরিস্থিতিতে আজ শনিবার বাংলাদেশে এসেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’। শনিবার (৮ নভেম্বর) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। বাংলাদেশের মিডিয়া এটাকে “চার দিনের শুভেচ্ছা সফর” সফর হিসাবে বর্ণনা করলে কড়া নজর রেখেছে নয়াদিল্লি ।
এদিকে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসাররা পাকিস্তানি জাহাজের অধিনায়ক ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী ব্যান্ড পরিবেশন করে।স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে, জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’কে অভ্যর্থনা জানায়।
বলা হচ্ছে যে চট্টগ্রামে অবস্থানকালে ‘পিএনএস সাইফ’-এর অধিনায়ক ও কর্মকর্তারা কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসহ নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি পরিদর্শন করবেন।বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের এই জাহাজ পরিদর্শন করবেন। শুভেচ্ছা সফর শেষে আগামী বুধবার (১২ নভেম্বর) ‘পিএনএস সাইফ’ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে বলে জানানো হয়েছে ।
ইংরাজি সাপ্তাহিক ব্লিটিজ পত্রিকার সম্পাদক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী জানিয়েছেন,’পাকিস্তান নৌবাহিনীর গাইডেড মিসাইল ফ্রিগেট পিএনএস সাইফ (এফএফজি-২৫৩) শনিবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, অন্যদিকে চীনা পিএলএ নৌবাহিনীর গভীর সমুদ্র গবেষণা জাহাজ ‘শেন হাই ই হাও’ মালদ্বীপে পৌঁছেছে।’ বিষয়টি যে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত সেটা শোয়েব চৌধুরীর কথাতেই স্পট ।।

