এইদিন ওয়েবডেস্ক,১৯ অক্টোবর : গত শনিবার আহমেদাবাদে ভারতের বিপক্ষে একদিনের বিশ্বকাপ লিগের ম্যাচে ৮ উইকেটে শোচনীয়ভাবে হেরেছে পাকিস্তান । পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি খেলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন । কিন্তু বাবর আউট হওয়ার পরপরেই তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তান দল । ভারতের কাছে এই প্রকার শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । এরই মাঝে এক অদ্ভুত দাবি করে বসলেন পাকিস্তানের টিভি উপস্থাপক তথা টিকটকার হারিম শাহ (Hareem Shah)। নিজের ‘এক্স’ হ্যান্ডেলে জনৈক এক হিন্দু ব্যক্তির যজ্ঞ করার মুহুর্তের ছবি পোস্ট করে হারিম লিখেছেন,’বিশ্বাসযোগ্য সূত্রের মতে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বিখ্যাত ব্ল্যাক ম্যাজিক এক্সপার্ট/তান্ত্রিক কার্তিক চক্রবর্তীকে পাকিস্তান দলকে কালো জাদু করার জন্য নিয়োগ করেছিলেন । আইসিসির তদন্ত করা উচিত । এটা অগ্রহণযোগ্য..!’
প্রসঙ্গত,পাকিস্তানে ‘কালো জাদু’র চর্চা দীর্ঘদিনের। প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরার খান যখন ক্ষমতায় ছিলেন তখন তার বুশরা বিবির ‘কালো জাদু’ দিয়ে পাকিস্থান জুড়ে জোর চর্চা চলত । ইমরান খান আমেরিকা সফরে গেলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের পাশে বসে সাংবাদিক সম্মেলনে তাকে একটা মালা জপতেও দেখা গিয়েছিল । অনেক পাকিস্তানি বিশ্বাস করতেন বুশরা বিবির ‘কালো জাদু’র জোরে দেশের বেহাল অর্থনীতির পরিবর্তন হবে এবং সম্পূর্ণ জম্মু-কাশ্মীর পাকিস্তানের দখলে চলে আসবে । যদিও বর্তমানে দূর্নীতি মামলায় কারাগারে রয়েছেন ইমরার খান । এখন একদিনের বিশ্বকাপের ম্যাচে ভারতের কাছে শোচনীয় পরাজয়ের পর সেই ‘কালো জাদু’র হাত দেখছে কট্টর ইসলামি রাষ্ট্র পাকিস্তানের মানুষ ।।