এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১২ অক্টোবর : এক পাকিস্থানি আতঙ্কবাদীকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল । নিজেকে ভারতীয় নাগরিক পরিচয় দিয়ে আলী আহমেদ নূরী নামের ভূয়ো পরিচয়পত্র ব্যাবহার করে দিল্লির শাস্ত্রী নগরে বসবাস করছিল ওই আতঙ্কবাদী । দিল্লি পুলিশের স্পেশাল সেল তাকে লক্ষ্মীনগর এলাকা থেকে গ্রেফতার করেছে । ধৃতের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
দিল্লি পুলিশ সুত্রে খবর, ধৃত আতঙ্কবাদী আদপে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা মোঃ আসরফ আলির পুত্র উমরদীন । সম্প্রতি দিল্লিসহ ভারতের বিভিন্ন প্রান্তে আতঙ্কবাদী হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই । তার জন্য বেশ কিছু সন্ত্রাসবাদীকে তারা প্রশিক্ষণও দিয়েছিল । ওই দলে ছিল ধৃত সন্ত্রাসবাদী । সে নেপালের রাস্তা দিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে জানতে পেরেছে পুলিশ । তারপর ভূয়ো পরিচয়পত্র দেখিয়ে দিল্লির শাস্ত্রী নগর এলাকার ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল ।
জানা গেছে,গত ১০ অক্টোবর গোপন সুত্র থেকে দিল্লি পুলিশের কাছে খবর আসে দিল্লিতে হামলার পরিকল্পনা করেছে সন্ত্রাসবাদীরা । খবর আসতেই নড়েচড়ে বসে পুলিশ । শনিবার দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে এনিয়ে একটি জরুরি বৈঠক করেন । তারপরেই অভিযান চালিয়ে অস্ত্রসহ এক পাকিস্থানি আতঙ্কবাদীকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল ।
প্রসঙ্গত,গত ৭ অক্টোবর কাশ্মীর গেট বাসস্ট্যান্ডে তিনজন সন্ত্রাসীবাদীকে খতম করার পাশাপাশি একজন সন্ত্রাসীবাদীকে ধরে ফেলেছিল দিল্লি পুলিশের সোয়াট টিম(Special Weapons And Tactics Team) । গোপন সুত্র থেকে খবর পেয়েই ওই অভিযান চালানো হয়েছিল বলে জানিয়েছেন, উত্তর জেলা পুলিশের ডেপুটি কমিশনার সাগর সিংহ কলসি ।।