এইদিন আন্তর্জাতিক ডেস্ক,৩০ অক্টোবর : বাংলাদেশের মুক্তি আন্দোলনের হিন্দু মহিলাদের উপর পাকিস্তানি নরপশু সেনা যে পদ্ধতি গ্রহন করেছিল, ঠিক একই পদ্ধতি প্রয়োগ করছে বেলুচ নারীদের উপর । বেলুচিস্তানের পাঁচি এলাকার এক বেলুচ মা ও মেয়েকে ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে প্রথমে গনধর্ষণ করে পাকিস্তানি সেনা ৷ পাশাপাশি নির্মমভাবে তাদের মারধর করা হয় । পাকিস্তানি বর্বর সেনার নারকীয় অত্যাচারে ওই হতভাগ্য নারী ও তার কিশোরী মেয়ে অজ্ঞান হয়ে পড়েন । তারপর তাদের অর্ধমৃত অবস্থায় পাঞ্জগুর হাসপাতালে ফেলে রেখে যায় পাকিস্তানি সেনাবাহিনী । মহিলা ও তার কিশোরী কন্যার উপর ঘটে যাওয়া এই পাশবিক অত্যাচারের বিষয়টি দি বেলুচিস্তান পোস্টের কাছে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
ওই সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী,এর আগেও বেলুচিস্তান জুড়ে এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে বাড়িঘরে অভিযানের সময় নারীদের নির্যাতন সহ জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নিখোঁজের ঘটনা ঘটেছে।
গত মাসে, জেহরিতে সামরিক অভিযানের সময় সাফিয়া বিবি নামে এক মহিলাকে জোরপূর্বক নিখোঁজ করা হয়েছিল, যাকে পরে ছেড়ে দেওয়া হয়েছিল । চলতি বছর, ২৩ বছর বয়সী ছাত্রী মাহ জাবীন বালুচকে ২৯শে মে পাকিস্তানি বাহিনী তার হোস্টেল থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নিখোঁজ করে। এই ঘটনার মাত্র পাঁচ দিন আগে, তার ভাই ইউনিস বালুচকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ইউনিসকে সম্প্রতি উদ্ধার করা হয়েছে, তবে তার বোন মাহ জাবীন এখনও নিখোঁজ ।।

