এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৫ আগস্ট : পাকিস্তানের পাঞ্জাবের একজন সুফি নাজিবুল্লাহ সাইফি তার দ্বিতীয় বিয়ের জন্য কাবুলে পৌঁছে গেছেন । একটি সূত্র বৃহস্পতিবার ৮ সাবা পত্রিকাকে জানিয়েছে যে সাইফি গত বছর এক আফগান মেয়েকে জোর করে বিয়ে করেছিলেন। তিনি বলেন, পীর নাজিবুল্লাহ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বড় হয়েছেন এবং পড়াশোনা করেছেন।
সূত্র অনুসারে, পাঞ্জাব সুফির দেশের প্রদেশগুলিতে অনেক স্কুল, মঠ, মসজিদ, শিষ্য এবং ছাত্র রয়েছে এবং প্রতি বছর কয়েক মাস আফগানিস্তানে কাটান।
সূত্রের মতে, নাজিবুল্লাহর তালিবান অফিসে অবাধ প্রবেশাধিকার রয়েছে এবং প্রদেশগুলিতে ভ্রমণের সময় বড় দেহরক্ষীদের সাথে থাকে। পাকিস্তানি জমিয়ত উলেমা-ই-ইসলাম দলের নেতা মাওলানা ফজলুর রহমানের সঙ্গে পাঞ্জাব সুফির পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ওই আফগান পোর্টালটি জানিয়েছেন ।।