এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১২ জানুয়ারী : ভারত প্রেমী এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক তৈরির পক্ষে সওয়াল করা জনপ্রিয় ইউটিউবার সোয়েব চৌধুরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গায়েব করে দিয়েছে পাকিস্তানি পুলিশ।
সোয়েবের বন্ধু ভারতপ্রেমী পাকিস্তানি ব্যবসায়ী আবিদ আলী বলেন,’আমি বারবার সোয়েব চৌধুরীকে ফোন করেছি । কিন্তু ফোন নট রিচএবেল শোনাচ্ছে । এখন সোয়েব চৌধুরী কোথায় এবং কি অবস্থায় আছেন আমরা কিছুই জানিনা ।’ তিনি আরও বলেন, ‘সোয়েব চৌধুরীর ফোন, ক্যামেরা সহ সব জিনিসপত্র পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে বলে সোয়েবের টিম মেম্বাররা আমায় জানিয়েছেন ।’ সোয়েব চৌধুরীকে হত্যা করে দেহ লোপাট করে দেওয়া হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ।
উল্লেখ্য,আইনে স্নাতক সোয়েব চৌধুরীর ১.২৩ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবে । তার চ্যানেলার নাম রিয়েল এন্টারটেনমেন্ট টিভি (Real Entertainment Tv) । গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে তার ফলোয়ার্স । তবে পাকিস্তানের সন্ত্রাসবাদ, সংখ্যালঘু নির্যাতন এবং নিজের দেশের ভুল বিদেশনীতির কট্টর সমালোচক সোয়েব চৌধুরীকে সবচেয়ে বেশি পছন্দ করে ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষ । কারন পাকিস্তানে হিন্দু মন্দিরে হামলা,হিন্দুদের উপর সংখ্যাগুরু মুসলিমদের অত্যাচারের ঘটনায় প্রকাশ্যে সমালোচনা করতে দেখা গেছে বছর চল্লিশের এই পাকিস্তানি ইউটিউবারকে । এছাড়া লাহোর, খাইবার পাখতুনখোয়ার দুঃস্থ হিন্দুদের দিকে বারবার তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । শুধু হিন্দুই নয়, নিজের দেশের খ্রিস্টানরা আক্রান্ত হলে তাদেরও পাশে দাঁড়িয়েছেন সোয়েব । তার এই মানবিকতায় মূলত অমুসলিম অনুরাগীর সংখ্যা বেশি ।
এদিকে সোয়েব চৌধুরীর ভারত প্রেম এবং তার জনপ্রিয়তা মোটেই মেনে নিতে পারেনি ভারত বিদ্বেষী আলি হামজা(Ali Hamza),সানা আমজাদ (Sana Amjad) এবং নায়লা শায়লার (Naila Shayla) মত পাকিস্তানি ইউটিউবাররা । সম্প্রতি প্রকাশ্য রাস্তায় বুম,মাইক ও ক্যামেরা নিয়ে সোয়েব চৌধুরীকে চ্যালেঞ্জ জানাতে দেখা গিয়েছিল মৌলবাদী ইউটিবার আলি হামজাকে । উলটে সোয়েব চৌধুরীর পালটা যুক্তিতে বিপাকে পড়ে যায় জিহাদি আলি হামজা । যেকারণে তাকে সেখান থেকে পালাতে বাধ্য হতে হয় । এমতবস্থায় সোয়েবকে রাস্তা থেকে হঠাতে আলি হামজারাই পুলিশের সাথে মিলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ পাকিস্তানি ব্যবসায়ী আবিদ আলীর ।।