এইদিন ওয়েবডেস্ক,টেক্সাস,১৬ জানুয়ারী : মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইহুদিদের ধর্মীয় উপাসনালয় সিনাগগে চারজনকে পনবন্দি রেখে কুখ্যাত সন্ত্রাসবাদী আফিয়া সিদ্দিকীর মুক্তি দাবি করল এক পাকিস্তানি জঙ্গি । মার্কিন সামরিক আধিকারিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তাদের ওপর হামলা চালানোর অভিযোগে আফিয়াকে গ্রেপ্তার করা হয় । নিউইয়র্কের আদালতের রায়ে তাঁকে ৮৬ বছরের কারাদণ্ড দেওয়া হয় । বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি রয়েছেন ।
অপহরণকারী ব্যক্তি নিজেকে আফিয়া সিদ্দিকীর ভাই বলে পরিচয় দিয়েছে । তবে আফিয়ার ভাই বিষয়টি অস্বীকার করেছেন । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিস্তারিত জানানো হয়েছে এবং পনবন্দিদের মুক্ত করার চেষ্টা চলছে । মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদি সংগঠনগুলির সুরক্ষার জন্য নিয়োজিত সিকিউর কমিউনিটি নেটওয়ার্কের প্রেসিডেন্ট হ্যারল্ড গার্নসবাচার বলেছেন, ‘বন্দিরা নিরাপদে রয়েছে । পুলিশ উপাসনালয় ঘিরে রেখেছে । আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।’
কে এই আফিয়া সিদ্দিকী ? ‘লেডি আল কায়েদা’ নামে পরিচিত আফিয়া একজন কুখ্যাত জঙ্গি । ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে নিউরোসায়েন্সে পিএইচডি করেছেন ওই পাকিস্তানি মহিলা । তাঁর বিরুদ্ধে আফগানিস্তানে মার্কিন গোয়েন্দা এজেন্ট, সেনা এবং আমেরিকায় বসবাসরত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত হুসেইন হাক্কানিকে হত্যার অভিযোগ রয়েছে । এ ছাড়া ২০১১ সালের ম্যাগট কেলেঙ্কারির মূল ষড়যন্ত্রকারীও ছিলেন আফিয়া । ২০০৩ সালে আফিয়ার নাম প্রথমবার প্রকাশ্যে আসার পর তাঁকে আফগানিস্তানে গ্রেপ্তার করা হয়েছিল । জেলবন্দি অবস্থায় এফবিআই অফিসারকে হত্যার ষড়যন্ত্র করেছিল আফিয়া । এরপর তাঁকে যুক্তরাষ্ট্রের জেলে পাঠানো হয় ।
গভর্নর গ্রেগ অ্যাবট ট্যুইট করে জানিয়েছেন, টেক্সাসের একটি সিনাগগের ভিতরে একজন ব্যক্তির দ্বারা ৪ জনকে পনবন্দি করে রাখার প্রায় ১২ ঘন্টা পর তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে । তাঁরা প্রত্যেকেই জীবিত এবং নিরাপদে বেরিয়ে এসেছেন ।’ স্থানীয় সুত্রে জানা গেছে,ওই সিনাগগ থেকে বেশ কিছুক্ষন গোলাগুলির আওয়াজ শুনতে পাওয়া যায় । তারই মধ্যে বিকট বিস্ফোরণের আওয়াজ আসে । আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে ৪ জনকে পনবন্দি করে রাখা জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে বলে সুত্রের খবর । তবে মৃত ব্যক্তির সম্পর্কে পুলিশের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি ।।