এইদিন ওয়েবডেস্ক,১৪ আগস্ট : ডাচ আইনপ্রণেতা গির্ট ওয়াইল্ডার্সের শিরশ্ছেদ করার জন্য ২০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) একজন নেতা । রেহান এম সাবির নামে ওই নেতা লেখক সালমান রুশদির উপর নিউইয়র্কে একটি অনুষ্ঠান চলাকালীন হামলার ঘটনা উল্লেখ করে টুইটারে এই ফতোয়া জারি করেছে। ডাচ সাংসদকে হুমকি কলও করেছিল সে । শেষ পর্যন্ত পাকিস্থানি নেতার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিয়েছে টুইটার ।
ওই পাকিস্তানি নেতার হুমকি পোস্টের স্ক্রীন শর্ট শেয়ার করে গির্ট ওয়াইল্ডার্স লিখেছেন,’সাহসী সালমান রুশদি-এর উপর বর্বরোচিত হামলার পর তারা এখন আমাকে যে পরিমাণ ঘৃণা উগরে দিয়েছে ও হুমকি দিয়েছে তা আমি গণনা করতে পারছি না ।’ রেহান এম সাবির নামে পাকিস্তানি ও-ই নেতা টুইটারে হুমকি দিয়েছিল,’সালমান রুশদির হামলার পর ইনশাআল্লাহ পরের নম্বরটি হল গির্ট ওয়াইল্ডার্সের । বিশ্বের যে কেউ বিশ্বের যে কেউ গির্ট ওয়াইল্ডার্সের-এর মাথা দিলে আমি তাকে ২০ মিলিয়ন ডলার দেব । আমি ওয়াইল্ডার্সের মাথা চাই । আমরা মাথা চাই। সব মুসলমান মাথা চায় ।’
এই টুইটের পাশাপাশি আরও অনেক হুমকি টুইটের স্ক্রীন শর্ট শেয়ার করেছেন ওয়াইল্ডার্স । আর তা সমস্তই এসেছে সন্ত্রাসবাদীদের আঁতুরঘর পাকিস্থান থেকে । তাদের মধ্যে একজনকে ওয়াইল্ডার্স উত্তর দিয়েছেন, ‘তাহলে পরবর্তী আমি ? মূর্খ ।’
প্রসঙ্গত,গির্ট ওয়াইল্ডার্স ইসলামি কট্টরপন্থার চরম বিরোধী । ইসলামি জিহাদ নিয়ে তিনি খোলাখুলি সমালোচনা করেন । কোরবানিতে অবলা পশুদের প্রতি নৃসংসতা নিয়েও সমালোচনা করতে দেখা গেছে তাঁকে । মুসলমানদের নবিকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের পরিপ্রেক্ষিতে খোলাখুলিভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ওয়াইল্ডার্স । এজন্য তাঁকে লাগাতার জিহাদিদের হুমকির মুখে পড়তে হয়েছে । আর তিনি ওই সমস্ত হুমকিগুলি পেয়েছেন মূলত পাকিস্তান থেকে ।।