এইদিন ওয়েবডেস্ক,সাংঘর(পাকিস্তান),১২ মে : মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় হিন্দু প্রৌঢ়কে শিরোচ্ছেদ করে খুন করল পাকিস্তানের ইসলামি জিহাদিরা । ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সাংঘর(Sanghar) জেলার শাহদাদপুর (Shahdadpur) এলাকায় । নিহতের নাম আমলখ ভেল (Amlakh Bheel) । মিডিয়া রিপোর্টে জানা গেছে,শাহদাদপুর এলাকার বাসিন্দা আমলখ ভেলের কিশোরী মেয়েকে গনধর্ষণ করেছিল কয়েকজন স্থানীয় মুসলিম ব্যক্তি । ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের হিন্দু সংগঠন পাকিস্তান দারাওয়ার ইত্তেহাদ (পিডিআই)-এর সাহায্য চেয়েছিলেন অসহায় আমলখ ভেল । আর তার সেই অপরাধে গত মঙ্গলবার (৯ মে ২০২৩) ওই হিন্দু ব্যক্তিকে শিরোচ্ছেদ করে খুন করে তাঁর মেয়ের ধর্ষকরা ।
এদিকে আমলখ ভেলের হত্যাকারী কারা তা জানলেও পাকিস্তানের পুলিশ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটা মামলা রজু করেছে । পুলিশ দাবি করেছে, নিহতের মেয়ে ঘাতকদের চিহ্নিত করতে পারেনি । অনান্য ঘটনার মতই এই ঘটনাকেও পাকিস্তানের পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে । উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে দিয়া ভেল(Diya Bheel) নামে এক বিধবা প্রৌঢ়াকে নির্মমভাবে হত্যা করা হয় । মহিলার স্তন কাটার পর শিরোচ্ছেদ করা হয় । তারপর তার গোটা শরীরের চামড়া ছাড়িয়ে ফেলে জিহাদিদের দল । দিয়া ভেলের নৃশংস হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত একজন দুষ্কৃতীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ । যদিও মহিলার ঘাতকরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পাকিস্তানের পুলিশ তাদের তাদের গ্রেফতারের কোনো আগ্রহই দেখাচ্ছে না বলে অভিযোগ ।।