এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ ডিসেম্বর : উত্তর প্রদেশের প্রেমিকের কাছে তিন সন্তানকে নিয়ে পালিয়ে আসা পাকিস্তানি গৃহবধূ অঞ্জুর কাহিনী দেশের সকলেরই জানা । ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে । এবারে কলকাতার প্রেমিককে বিয়ে করার জন্য ৪৫ দিনের ভিসায় ভারতে চলে এলেন পাকিস্তানের করাচির বাসিন্দা জাভেরিয়া খানুম নামে এক তরুনী । মঙ্গলবার ওয়াঘা-আটারি আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতে আসেন তিনি । আগামী বছরের জানুয়ারিতে কলকাতার প্রেমিক সমীর খানের সঙ্গে তার বিয়ের কথা রয়েছে বলে জানা গেছে । জাভেরিয়া খানুমকে অভ্যর্থনা জানাতে প্রেমিক সমীর খান ও তার পরিবারের কয়েকজন সদস্য ওয়াঘা-আটারি সীমান্তে এসেছিলেন। সমীরের পক্ষ থেকে জাভেরিয়া খানুমকে সীমান্তে একটি জমকালো স্বাগত জানানো হয় এবং ঢোল বাজিয়ে ফুলের বর্ষণ করে তাকে স্বাগত জানানো হয় । পরে ভাবী দম্পতি অমৃতসর থেকে কলকাতার ফ্লাইট ধরতে চলে যান।
জাভেরিয়া খানুম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি ভারতে আসার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছিলেন । কিন্তু কর্তৃপক্ষ তার দুটি ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছিল। কোভিড মহামারীর কারনে তাদের পরিকল্পনা প্রায় পাঁচ বছর ধরে আটকে ছিল । তিনি বলেন,’আমাকে ৪৫ দিনের ভিসা দেওয়া হয়েছে। আমি এখানে এসে খুব খুশি. আমি এখানে আসার পর থেকে ইতিমধ্যে অনেক ভালবাসা পাচ্ছি। জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের বিয়ে হবে। আমি বিশ্বাস করতে পারছি না আমি পাঁচ বছর পর ভিসা পেয়েছি । এটি একটি সুখী সমাপ্তি এবং একটি সুখী শুরু। আমাদের বাড়ির সবাই খুব খুশি ।’
কলকাতার সমীর খানের সঙ্গে বিয়ে প্রসঙ্গে ওই পাকিস্তানি তরুনী বলেন,’আমি জার্মানি থেকে বাড়িতে এসে পড়াশোনা করছিলাম। তখন আমি আমার মায়ের ফোনে সমীর খানের ছবি দেখি, পরে জানতে পারি ছেলেটি ভালো,তাই বিয়ের আগ্রহ প্রকাশ করেছিলাম। অবশ্য প্রথমে আমি আমার মাকে বলেছিলাম যে আমি জাভারিয়ার একজন বন্ধুকে বিয়ে করতে চাই। অবশেষে সমীরকে বেছে নিলাম ।’
তিনি বলেন,’এর আগেও দুইবার আমার ভিসা বাতিল হয়েছে। এর মধ্যে কোভিড মহামারী চলে আসায় আমার প্রচেষ্টা ৫ বছরের জন্য পিছিয়ে যায় ।
অবশেষে ভিসা দেওয়ার জন্য আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই । আমার মা খুব খুশি কারণ আমাদের বিয়ে আগামী বছরের জানুয়ারিতে হতে চলেছে ।’ জাভেরিয়া খানুম জানিয়েছেন, জার্মানি, আফ্রিকা,স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ থেকে তার বন্ধুরা তার বিয়েতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে ।।