এইদিন স্পোর্টস নিউজ,২০ নভেম্বর : বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে ভারত । আর ভারতের এই পরাজয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছে দুই ভারত বিদ্বেষী রাষ্ট্র- পাকিস্তান ও বাংলাদেশ । রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ শেষ হতেই পাকিস্তানি টিভি চ্যানেলে ক্যামেরার সামনে কেক কেটে উচ্ছ্বাস করতে দেখা গেল পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার সঈদ আফ্রিদি,সঈদ আনোয়ারকে । অন্যদিকে বাংলাদেশের সড়ক পথে উল্লাস করল সেদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ ।
পাকিস্থানি প্রাক্তন ক্রিকেটারদের কেক কাটার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সেখানে সঈদ আফ্রিদি,সঈদ আনোয়ারদের বলতে শোনা গেছে,’শুক্রিয়া,আল্লাহতালা আমাদের আজ এই দিন দেখালো ।’ পাশাপাশি টিভি চ্যানেলের মহিলা উপস্থাপককে বলছে শোনা যায়, ‘কনগ্রাচুলেশন দ্য সেলিব্রেশন ।’
অন্যদিকে বাংলাদেশীদের উচ্ছ্বাসের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । একটি ভিডিওতে একজন তরুনীকে বলতে শোনা গেছে, ‘যদি ভারতের বিরুদ্ধে কলাগাছের খেলা হত,তাহলে আমি কলগাছকেই সমর্থন করতাম । ভারতকে কখনোই সমর্থন করব না । খুব ভালো লাগতাছে, আনন্দে ঝর্না বয়ে যাচ্ছে । কান্না করতাছে,এটাই আমাদের সুখ ।’
একটি ভিডিওতে কয়েকজন যুবক ও কিশোরকে রোহিত শর্মা ও বিরাট কোহলির ছবিতে লাঠি পেটা করে ‘হায় হায়’ শ্লোগান দিতে শোনা যায় । আরও একটা ভিডিওতে ভারত হেরে হাওয়ার পর উচ্ছ্বাস করতে দেখা গেল খোলা জায়গায় লাগানো টিভির স্ক্রীনের সামনে জড়ো হওয়া প্রচুর বাংলাদেশি যুবক যুবতীদের । এক যুবককে বলতে শোনা গেছে,’আজ বাংলাদেশিদের জন্য ঈদের দিন, চাঁদ দেখা গিয়েছে ।’ অন্য একজন যুবক উচ্ছ্বাস প্রকাশ করে বলে,’পরান জুড়িয়া যাইতাছে ।’ আরও এক যুবককে বলতে শোনা যায়, ‘আমি ইন্ডিয়ার হারাটা দেখব আশা করেছিলাম,বুকে শান্তি লাগবে,রাতে ভালো ঘুম হবে ।’
প্রসঙ্গত, পাকিস্তানের ভারত বিদ্বেষী মানসিকতা নতুন কোনো ঘটনা নয় । পাকিস্থানের প্রাথমিক স্কুলগুলিতে শিশুদের ভারত বিদ্বেষমূলক শিক্ষা দেওয়া হয়ে থাকে । কিন্তু বাংলাদেশের মধ্যেও উত্তরোত্তর বেড়ে চলেছে ভারত বিদ্বেষী মানসিকতা ।শুধু খেলাতেই নয়,বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে বিষোদগার করতে দেখা যায় বাংলাদেশিদের । এদিকে খাদ্যদ্রব্য সামগ্রী থেকে শুরু করে আন্তর্জাতিক যেকোনো ইস্যুতে মূলত ভারতের উপরেই নির্ভরশীল বাংলাদেশ । পাশাপাশি পাঁচ কোটির উপর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বোঝা বইতে হচ্ছে ভারতকে । বাংলাদেশিদের এই প্রকার ভারত বিদ্বেষী মানসিকতার কারনে তাদের সঙ্গে পাকিস্তানের মতই আচরণ করা উচিত বলে মনে করছেন ভারতের হিন্দুরা । পাশাপাশি দাবি উঠছে যে অবিলম্বে দেশ জুড়ে সিএএ/এনআরসি লাগু করে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের চিহ্নিত দেশ থেকে তাড়ানো হোক ।।