এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২৫ আগস্ট : ভারতে হামলা চালাতে এসে ধরা পড়ে গেল পাকিস্থানি ফিদায়েঁ সন্ত্রাসবাদী । ধৃতের নাম তবরাক হুসেন । পাকিস্তানের কোটলি জেলায় তার বাড়ি । চলতি মাসের ২১ তারিখে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার তার কেটে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তবরাকসহ ৪-৫ জন সন্ত্রাসবাদী । দেখা মাত্রই ভারতীয় সেনা গুলি চালাতে শুরু করে । কিন্তু বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও তবরাক হুসেনের পায়ে গুলি লাগায় পালাতে পারেনি । জিজ্ঞাসাবাদে ধৃত জঙ্গি জানিয়েছে,পাকিস্তানি সেনাবাহিনীর কর্নেল ইউনূস তাকে ও তার সহযোগীদের আত্মঘাতী মিশনে পাঠিয়েছিল । ভারতীয় সেনাকে টার্গেট করতে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল তাদের । এজন্য তাদের লস্কর-ই-তৈবা প্রশিক্ষণ শিবিরে ৬ সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয় । প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্থানি গোয়েন্দা সংস্থা আইএসআই ।
ধৃত তবরাক হুসেন জানিয়েছেন,জান্নাতি হুরেদের সঙ্গে সাক্ষাতের জন্য ভারতে অনুপ্রবেশের আগে সে নিজেকে সুন্দর দেখাতে বডি সেভ করেছিল ও নখ কেটেছিল । সেনাবাহিনী সুত্রে খবর,ইতিপূর্বেও ভারতে নাশকতা চালাতে এসে ধরা পড়েছিল ওই কুখ্যাত সন্ত্রাসবাদী । ২০১৬ সালে সে গ্রেফতার হয় কিন্তু পরের বছরেই মুক্তি পেয়ে যায় । সেনার খাতায় তবরাক হুসেন একজন অভিজ্ঞ সন্ত্রাসী গাইড হিসাবে পরিচিত ।।