এইদিন স্পোর্টস নিউজ,০৫ এপ্রিল : টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর এবার ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সিরিজের শেষ ওয়ানডেতে ৪৩ রানে হেরে ৩-০ ব্যবধানে ল্যাজেগোবরে হয়ে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের এমন হারের পর দলটির অলরাউন্ডার খুশদিল শাহর আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। স্টেডিয়ামে দর্শকের দিকে তেড়েফুঁড়ে মারতে গিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন খুশদিল। বে ওভালে আজ পাকিস্তানের একাদশে ছিলেন না বাঁহাতি এই অলরাউন্ডার। একাদশে না থাকলেও ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন বাউন্ডারির পাশে সাইডলাইনে নিরাপত্তা কর্মী ও সতীর্থদের বাধা উপেক্ষা করে কয়েক জন দর্শককে মারতে উদ্যত হন খুশদিল।
এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কী কারণে খুশদিল শাহ এমন আচরণ করেছেন সেটি ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে। মূলত কয়েক জন দর্শক পাকিস্তানি খেলোয়াড়দের কটাক্ষ করেছিলেন। যা মানতে পারেননি খুশদিল। কিছুক্ষণ তর্কাতর্কির পর দর্শকদের দিকে তেড়ে যান তিনি। তবে অনেক চেষ্টার নিরাপত্তা কর্মী খুশদিলকে শান্ত করেন।
পাকিস্তানের এই ক্রিকেটারের এমন কান্ড অবশ্য নতুন কিছু নয়। টি-টোয়েন্টি সিরিজে ক্রাইস্টাচার্চে নিউজিল্যান্ডের পেসার ফোকসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা গুনেছিলেন খুশদিল।।