এইদিন স্পোর্টস নিউজ,০৮ আগস্ট : ইংল্যান্ডে খেলতে গিয়ে ‘জঘন্য কুকর্ম’ করে গ্রেপ্তার পাকিস্তানি ২৪ বছর বয়সী ব্যাটসম্যান হায়দার আলি । বর্তমানে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের অপরাধ তদন্তের আওতায় রাখা হয়েছে তাকে । পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে । তার বিরুদ্ধে অভিযোগের ধরন নিয়ে কোনো কিছু এখনও জানানো না হলেও সন্ত্রাসবাদ বা নারী ঘটিত কোনো মারাত্মক অপরাধে হায়দার আলি যুক্ত হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে । পাকিস্তান শাহিন্সের (‘এ’ দল) সাম্প্রতিক ইংল্যান্ড সফরের সময় সে ওই কুকর্মে জড়িয় হয় । সফরটি শেষ হয়েছে গত সোমবার।
পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন হায়দার। পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২০১৯ সালে বাংলাদেশে খেলে গেছেন ইমার্জিং টিমস এশিয়া কাপে। এছাড়াও ২০২২-২৩ বিপিএলে একটি ম্যাচ খেলেন তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে, গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলেন তিনি ১২টি ম্যাচে । কিন্তু তার অপরাধ প্রবনতার কারনে আন্তর্জাতিক ক্যারিয়ারে ছেদ পড়তে চলেছে । ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, যুক্তরাজ্য পুলিশের হেফাজতে রাখা হয়নি হায়দারকে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ।।