এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ মে : পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে উত্তর ২৪ পরগনার বিরাটি থেকে গ্রেফতার পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিককে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন তদন্তকারীরা । ওই ব্যক্তির আসল নাম আজাদ হোসেন। জেরায় আজাদ জানিয়েছে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে সে । বাংলাদেশে তার এক স্ত্রী রয়েছেন। পশ্চিমবঙ্গে এসে সে ২০২০ সালে আরও ১ জন হিন্দু মহিলাকে বিয়ে করে । হিন্দু শাস্ত্রমতে মন্দিরে গিয়েই ওই মহিলাকে বিয়ে করে সে ৷ তবে তদন্তে সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্য উঠে আসছে তা হল, স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিচয়পত্র ব্যবহার করে আজাদ মল্লিক নামে সে ভোটার কার্ড তৈরি করে ফেলে । দু’বার ভোটও দিয়েছে সে । প্রথমবার ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং দ্বিতীয়বার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সে ভোট দিয়েছে ।
গোয়েন্দা সূত্রে খবর, শুধু জাল পাসপোর্ট তৈরি বা হাওয়ালা কারবার নয়,ভারতের বিরুদ্ধে আরও কোনও গভীর ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারে আজাদ । তদন্তকারী দলের অনুমান, ভারতে সে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই -এর চর হিসাবে কাজ করছিল ।আজাদের গতিবিধি জানতে ইতিমধ্যে তাকে বেশ কয়েকবার জেরা করেছে এনআইএ । তদন্তে একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছেন আজাদ । তদন্ত সহযোগিতা করছেন না সে । তদন্তকারীরা বলছেন, এই ধরনের প্রশিক্ষণ, অর্থাৎ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কায়দা করে এড়িয়ে যাওয়ার দক্ষতা, তা সাধারণত গুপ্তচর কিংবা এজেন্টদের দেওয়া হয়ে থাকে । তাই আজাদ মল্লিক বা আজাদ হোসেনের আইএসআই-এর চর হওয়ার সম্ভাবনাই প্রবল বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকরা । তবে সে ভারতের বিরুদ্ধে ঠিক কি ধরনের ষড়যন্ত্র চালাচ্ছিল তা এখনো স্পষ্ট নয় ।
প্রসঙ্গত, রাজ্যের রাজধানী কলকাতা ঠিক নাকের ডগায় উত্তর ২৪ পরগনার বিরাটির বাকড়া মোড়ে
দিনের পর দিন ঘর ভাড়া করে থেকেছে আজাদ মল্লিক । সেই বাড়াবাড়িতে বসেই জাল লথিপত্র দিয়ে পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতীয় পাসপোর্ট তৈরি করার কাজ করছিল সে । আর সেই পাসপোর্টের সাহায্যে পাকিস্তানিদের সে ভারতে ডেকে নিয়ে আসত । প্রাথমিকভাবে তদন্তকারী দল জানতে পেরেছে যে এযাবৎ সে অন্তত ২৫ টি পাসপোর্ট তৈরি করেছিল । কিন্তু সেই পাসপোর্টগুলো কার হাতে গেছে তা এখনো জানা যায়নি ।
উল্লেখ্য, ২০২০ সালে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে গ্রেপ্তার হয় তানিয়া পারভিন নামে একজন মহিলা সন্ত্রাসী ৷ সে কুখ্যাত সন্ত্রাসবাদি সংগঠন লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য ছিল ৷ আর সেই উত্তর চব্বিশ পরগনা জেলা থেকেই গ্রেপ্তার হলো এক পাকিস্তানি আজাদ মল্লিক বা আজাদ হোসেন । তানিয়া পারভিনের সঙ্গে যোগসূত্রের পাশাপাশি তারা মিলে এরাজ্যে সন্ত্রাসবাদের জাল কতদূর বিস্তৃত করেছিল সেটা জানতে চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ।।