এইদিন ওয়েবডেস্ক,০৯ নভেম্বর : ভারত প্রথমে আক্রমণ করবে…কিন্তু পাকিস্তানি সেনা শেষ পর্যন্ত বিজয়ী হবে…তারপর নরেন্দ্র মোদি যোগী আদিত্যনাথ এবং অমিত শাহকে শিকলে বেঁধে ইসলামাবাদে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝোলানো হবে…’রাসূলুল্লাহ’ নাকি এইরকমই ভবিষ্যৎবাণী করে গেছেন বলে জানালেন জায়েদ হামিদ নামে পাকিস্তানের একজন হাদিস বিশেষজ্ঞ । পাকিস্তান আনটোল্ড নামে একটি এক্স হ্যান্ডেলে ওই কট্টরপন্থীর বক্তব্যের ভিডিওটি শেয়ার করা হয়েছে । সম্ভবত কোনো সাক্ষাৎকারের ভিডিও ক্লিপিংস এটি । আজ দুপুর ১ টা নাগাদ ভিডিওটি শেয়ার করা হয় । সেখানে ওই মৌলবাদীকে বলতে শোনা গেছে,’হামলা প্রথমে ওরা করবে । আর এটাই হবে গজবায়ে হিন্দের শুরু । কিন্তু এর ফলাফল রাসূলুল্লাহ আমাদের বলে দিয়ে গেছেন ৷ ইনশাল্লাহ, মুসলমান ফৌজ দিল্লি দখল করবে । মোদী,যোগী, অমিত শাহ… এই সমস্ত পাখিদের শিকলে বেঁধে টানতে টানতে নিয়ে আসবে এবং আনারকলি বাজার দিয়ে ইসলামাবাদে নিয়ে এসে ঝুলিয়ে দেবে…ইনশাল্লাহ ৷ এসব কিছুরই ভবিষ্যৎবাণী আমাদের রসুলুল্লাহ করে গেছেন ।’
একই এক্স হ্যান্ডেলে আজ বিকেল চারটে নাগাদ আর একটি ভিডিও শেয়ার করা হয়েছে । সেই ভিডিওতে একজন মধ্যবয়স্ক পাকিস্তানি মুসলিম ব্যক্তিকে হিন্দু সম্প্রদায়ের প্রতি বিষোদগার করতে শোনা গেছে । ওই ব্যক্তি বলেছেন,’গজবায়ে হিন্দ ইনশাল্লাহ হবেই ৷ মুসলমান জিতবেই…. ইনশাল্লাহ । ৩২ কোটি দেবতার পূজো করা কাফের হিন্দু জাতি গরুকেও দেবতা মনে করে, প্রস্রাব ও গোবরকে, আর দুনিয়ার যত নোংরা জিনিসকে ওরা দেবতা মনে করে ।’
প্রসঙ্গত,পাকিস্তানি মুসলিমদের হিন্দু এবং ভারত বিদ্বেষী মানসিকতা আজকের নয় । শৈশব থেকে পাকিস্তানের স্কুলে হিন্দু এবং ভারত বিদ্বেষ মানসিকতা গড়ে তোলা হয় । একই এক্স হ্যান্ডেলে গত ৩১ অক্টোবর একটা ভিডিও শেয়ার করা হয়েছিল । সেই ভিডিওতে জনৈক এক প্রৌঢ় সাংবাদিক দুই পাকিস্তানি পড়ুয়াকে হিন্দু সম্প্রদায় সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন । উত্তরে একজন পড়ুয়াকে বলতে শোনা যায়,হিন্দু কথার অর্থ হল গোলাম ।’ প্রতিক্রিয়ায় ওই সাংবাদিককে বলতে শোনা যায়, ‘ওওও….ভেরি গুড বেটা ।’ ছাত্রটি ফের বলে, ‘আমি পাঠ্যপুস্তকে পড়েছি যে হিন্দুর অর্থ হচ্ছে গোলাম ।’ তখন সাংবাদিক দ্বিতীয় পড়ুয়ার কাছে মাইক্রোফোন নিয়ে গিয়ে বিষয়টি জানতে চান । তখন দ্বিতীয় ছাত্র বলে, ‘হ্যাঁ.. হ্যাঁ.. সঠিকই বলছে ।’
সাংবাদিক ফের জিজ্ঞেস করেন, ‘হিন্দুর অর্থ হল গোলাম ?’ তখন প্রথম ছাত্রটি ফেল বলে,’এটা আমি ভুল বলছি না, এটা বইয়ে লেখা আছে ।’ তখন সাংবাদিক জানতে চান, ‘কোন বইয়ে ? নির্দিষ্ট করে বলো ।’ উত্তরে পড়ুয়া বলে, ‘উর্দু -এ-তরিকে পাকিস্তান’ বইতে লেখা আছে । এছাড়া সংবাদমাধ্যমও দেখি হিন্দুর অর্থ গোলাম হয় ।’
যদি ওই সমস্ত ভিডিওগুলি সত্যতা যাচাই করা এইদিন-এর পক্ষে সম্ভব হয়নি । তবে পাকিস্তানি মুসলিমদের ভারত এবং হিন্দুবিদ্বেষের বহু নজির সামনে আসে । ভারতকে অস্থির করে তুলতে ক্রমাগত সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পাকিস্তান । গজবায়ে হিন্দ অর্থাৎ ভারতকে ইসলামি রাষ্ট্র বানানোর স্বপ্নও তাদের দীর্ঘ দিনের । যদিও পাকিস্তানের জন্মের অনেক আগে থেকেই গজবায়ে হিন্দের স্লোগান তোলা হয়েছিল বলে দাবী করা হয়। উইকিপিডিয়া অনুযায়ী, গাজওয়াতুল হিন্দ (উর্দু: غزوة الهند) হচ্ছে ইসলামের সর্বশেষ নবি মুহাম্মাদের একটি ভবিষ্যদ্বাণী, যেখানে উল্লেখ আছে, ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে, যাতে মুসলমানদের বিজয় ঘটবে।।