পাকিস্তানের সেনা জওয়ানদের প্রশিক্ষণের একটা ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিও-এর ব্যাকগ্রাউন্ডে বাজছে ভারতে বহুল আলোচিত “নাগিন ড্যান্স”-এর মিউজিক । সেই জমকালো মিউজিকের তালে একজন জওয়ানকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে নৃত্য পরিবেশন করতে দেখা যাচ্ছে । তাকে ঘিরে একমনে সেই নৃত্য উপভোগ করতে দেখা গেছে সহকর্মীদের ।
ভিডিওটি বাবা বেনারস(#RealBababanars) নামে একজন ব্যবহারকারী তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন । তিনি মজা করে লিখেছেন,’পাকিস্তানে সেনাবাহিনীর প্রশিক্ষণ : পাকিস্তান সেনাবাহিনীতে নতুন নিয়োগপ্রাপ্ত সৈন্যদের আত্মসমর্পণের পর ভারতীয় সেনাবাহিনীর সামনে কীভাবে পারফর্ম করতে হয় তা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দূরদর্শী এবং পেশাদার সেনাবাহিনী।’ তার এই পোস্টে বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন । একজন লিখেছেন,’এটা সাপ ধরার প্রশিক্ষণ: সাপ নাচছে আর ক্যামেরা বন্ধ থাকলে বাকিরা তাকে ধরে ফেলবে।’ একজন লিখেছেন,’তারা পুরুষের মতো নয়, নারীর মতো নয় বরং একজন হিজড়ার মতো দাঁড়িয়ে আছে।’
অন্য একজনের প্রতিক্রিয়া হল,’যুদ্ধে পরাজিত ও বন্দী হওয়ার পর পাকিস্তানি সেনাবাহিনী একইভাবে নাচে কারণ তারা মনে করে যে এইভাবে নাচলে তাদের বন্দিদশা থেকে মুক্তি মিলবে।’।