এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৯ ফেব্রুয়ারী : তেহেরিক-ই-তালিবানের(টিটিপি) ১২ জন জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানি সেনা । পাকিস্তানি মিডিয়া জানিয়েছে,ডুরান্ড লাইন বরাবর টিটিপির একটি গোপন ঠিকানায় সেনাবাহিনী অভিযান চালালে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয় । ওই অভিযানে টিটিপির ১২ জন জঙ্গির মৃত্যু হয় । তবে টিটিপির সাথে সংঘর্ষের ফলে এই বাহিনীর হতাহতের বিষয়ে কিছু বলা হয়নি পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে । ওই জঙ্গি গোষ্ঠীটি এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি ।
গত সপ্তাহে পেশোয়ার পুলিশের অন্তর্গত একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় শতাধিক মানুষ হতাহত হয়েছিল । তারপর থেকে পাকিস্তান সরকার পাকিস্তানি তালেবান আন্দোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে। পাকিস্তান সরকারের প্রাক্তন কর্মকর্তারা এই হামলায় টিটিপি জড়িত থাকার অভিযোগ করেছেন । যদিও পেশোয়ারে মসজিদে হামলার দায় স্বীকার করেনি টিটিপি ।।