এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৬ অক্টোবর : বিকিনি পরে র্যাম্পে হাঁটায় নিজের দেশের ইসলামি মৌলবাদীদের রোষানলে পড়লেন পাকিস্তানি অভিনেত্রী রোমা মাইকেল । নেটদুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছে পাকিস্তানের ইসলামি কট্টরপন্থীদের দল ।সম্প্রতি রোমা মাইকেলের বিকিনি পরে র্যাম্পে হাঁটার ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হলে অমুসলিমরা তাকে প্রশংসায় ভরিয়ে দিলেও নিজের দেশের মৌলবাদীদের রোষানলে পড়ে যান তিনি ।
আসলে, ২৯ বছর বয়সী এ মডেল সম্প্রতি অংশ নেন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪’ প্রতিযোগিতায়। সেখানেই সোনালি রঙের বিকিনি পরে র্যাম্পে হেঁটে সবাইকে হতবাক করে দেন তিনি। শুক্রবার (২৫ অক্টোবর) প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও শেয়ার করেন রোমা। তারপরই নেটপাড়ায় রোমাকে নিয়ে শুরু হয় আলোড়ন । বিশ্বের অমুসলিমরা পাকিস্তানের নিয়মের বেঁড়াজাল ভাঙায় রোমাকে ভাসিয়ে দেন প্রশংসা আর শুভকামনার বন্যায় । কিন্তু ইসলামি কট্টরপন্থীরা তোলে সমালোচনার ঝড়। সেই সমালোচনার ঝড়ে পড়ে ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি সরিয়ে নিতে বাধ্যও হন রোমা । আর এর পরেই নেটিজেনদের একদল বলছে, পাকিস্তানে নারীর অধিকার নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। বিকিনি একটি পোশাক। নারী তার ব্যক্তিত্ব অনুযায়ী যেকোনো পোশাকই পরতে পারেন।তবে এমন যুক্তি মানতে নারাজ পাকিস্তানি মুসলিমরা । তাদের কথায় এটা অশ্লীল পোশাক ও দেশীয় সংস্কৃতির পরিপন্থি । এনিয়ে অভিনেত্রীকে মা-বাপ তুলে গালিগালাজ শুরু করে দিয়েছে তারা ।
প্রসঙ্গত, পাকিস্তানে ছোট পর্দার জনপ্রিয় মুখ রোমা মাইকেল। জন্মসূত্রে খ্রিস্টান এই মডেল ও অভিনেত্রী বড় পর্দাতেও অভিনয় করেছেন। কান ফ্যাশন উইক এবং দুবাই ফ্যাশন শোর মতো আন্তর্জাতিক উৎসবে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি । এই ঘটনাতেই প্রমান হয়ে গেছে যে পাকিস্তান ও বাংলাদেশের সংখ্যালঘুদের কতটা চাপের মুখে থাকতে হয় ।।