এইদিন ওয়েবডেস্ক,করাচি,২০ ডিসেম্বর : পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু মহিলাদের অপহরণ, ধর্ষণ, জোর করে ধর্মান্তরিত করে নিকাহ কবুল করানো স্বাভাবিক ঘটনা হয়ে গেছে । কিন্তু সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের মেয়েরাও পাকিস্থানে নিরাপদ নয় । রাস্তায় বের হলে অপহরণ করে ধর্ষণ বা গনধর্ষণের শিকার হওয়ার আতঙ্ক মুসলিম মেয়েদেরও প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় । মেয়েদের এমনই ভয়ঙ্কর জীবন সম্পর্কে জানালেন বিখ্যাত পাকিস্তানি অভিনেত্রী,গায়িকা তথা মডেল আয়েশা ওমর (Ayesha Omar) । তিনি একটি পডকাস্টে বলেছিলেন যে তিনি পাকিস্তানে নিরাপদ নন। পাকিস্তানে মানুষের মৌলিক স্বাধীনতা নেই ।
পাকিস্তানের করাচির বাসিন্দা আয়েশা ওমর বলেছেন,’আমি এখানে নিরাপদ বোধ করি না। প্রতিটি মানুষ বাইরে যেতে চায় এবং তাজা বাতাসে শ্বাস নিতে চায়, কিন্তু আমি তার জন্য এখানে রাস্তায় হাঁটতে পারি না। কোনো মেয়ে রাস্তায় সাইকেলও চালাতে পারে না । করাচির জীবন চাপা ও চাপের। পাকিস্তানি নারীদের চোখে মুখে সর্বদা আতঙ্কের ছাপ থাকে । এটি প্রতি সেকেন্ডে আমাকে আতঙ্কের মধ্যে কাটাতে হয় ।’
তিনি বলেন,কলেজে পড়ার সময় করাচির চেয়ে লাহোরকে আমি নিরাপদ বোধ করতাম । করাচিতে বাসের মধ্যে আমাকে দুবার ছিনতাই করা হয়েছে।।
অপহরণ বা ধর্ষণের ভয় ছাড়া কোনো মেয়ে পাকিস্তানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। স্বাধীনতা,নিরাপত্তা, মৌলিক মানবিক চাহিদা, পাকিস্তানে নেই । ঘরে বসেও আপনি নিরাপদ নন। সব দেশেই অপরাধ আছে। তবে আপনি সেখানে হাঁটতে পারেন । এমনকি এখানে পার্কে গেলেও ঝামেলা হয় ।’অভিনেত্রী বলেন,’আমার ভাই দেশ ছেড়ে ডেনমার্কে স্থায়ীভাবে বসবাস শুরু করছে । আমিও শীঘ্রই দেশ ছাড়ার পরিকল্পনা করছি ।’।