এইদিন বিনোদন ডেস্ক,২৬ এপ্রিল : এমনিতেই পাকিস্তানের স্কুলস্তরের সিলেবাসে ভারত বিদ্বেষমূলক তথ্য পড়ানো হয় । যেকারণে পাকিস্তানি মুসলিম শিশুদের মধ্যে অল্প বয়স থেকেই ভারত বিদ্বেষী মানসিকতার জন্ম হয়ে যায় । তার উপর পহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকারের বেশ কিছু কঠোর পদক্ষেপ সকল স্তরের পাকিস্তানি মুসলিমদের মধ্যে ভারত বিদ্বেষ ভিন্ন মাত্রা পেয়েছে । এবারে পহেলগামের বৈসরান উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াতে আসরে নেমে পড়েছে পাকিস্তানের জিহাদি অভিনেতারাও ।
পাকিস্তানি অভিনেতা মালিক কাঞ্জি(Malik Kanji)র একটা ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওতে তাকে বলতে শোনা গেছে,’আমি অশোক কুমার । ভারতীয় সেনার একজন সিনিয়র অফিসার৷ আজ আমি এমন এক বিষয়ে মতামত রাখছি যা আমার বিবেককে নাড়া দিয়েছে । পহেলগাম হামলা । মানুষকে যেটা দেখানো হয়েছে সেটা পুরো সত্যি নয় । হামলার সময় গোয়েন্দাদের ব্যর্থতা এবং সেই সময়ে মিডিয়ার কাহিনী গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয়৷ আমার কর্মকালে প্রচুর অপারেশন দেখেছি । কিন্তু সেগুলো ভিন্ন পরিস্থিতি ছিল । কিন্তু এর সমস্ত চিহ্ন ভুয়া অপারেশনের দিকে ইঙ্গিত করে । এমন একটা হামলা যেটা বাইরে থেকে তো মনে হবে সন্ত্রাসবাদি হামলা । কিন্তু বাস্তবিক এটা আভ্যন্তরীণ রাজনীতির উদ্দেশ্যকে পূরণ করে । সবথেকে মর্মান্তিক বিষয় হল যে আমাদের সেনা, আমাদের সৈনিক মাটিতে পড়েছিল এবং কয়েক ঘন্টা ধরে তাদের তোলা হয়নি । কোন চিকিৎসার সহায়তা ছিল না । কোন কম্যান্ড অফিসার আসেনি । এটা মনে হচ্ছিল যে ঘটনাটা পূর্বপরিকল্পিত । একজন সেনা হিসেবে আমার দায়িত্ব শুধু সীমান্তকে রক্ষা করাই নয়, বরঞ্চ বাস্তবতাকেও রক্ষা করা । ধোকার সামনে চুপ থাকাটা দেশ ভক্তি নয় । সত্যকে বাইরে আসতেই হবে । তাতে যত প্রতিবন্ধীকতাই সামনে আসুক না কেন ।’
ওই পাকিস্তানি অভিনেতাকে দেখে যেটা মনে হয়েছে যে একটা লিখিত বিবৃতি পাঠ করছে । এমনকি হাস্যকর ভাবে সে পাকিস্তানি সেনাবাহিনীর পোশাক পড়েছিল । আর তার এই মিথ্যাচারিতা একজন দুগ্ধপোষ্য শিশুও ধরে ফেলে ।
পহেলগামের বৈসরান উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তান সরকার এবং আইএসআই যে জড়িত, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। পাকিস্তানের করাচির পিআইবি কলোনির বাসিন্দা কাঞ্জি মালিক আইএসআই এবং পাকিস্তান সরকারের হয়ে কাজ করে বলে জানা গেছে । পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) ছায়া সংগঠন টেরোরিস্ট রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলায় ২৪ জন হিন্দু নিহত এবং ১৬ জন গুরুতর আহত হয়।ইসলামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হিন্দু পর্যটকদের চিহ্নিত করে তাদের লক্ষ্যবস্তু করে। সন্ত্রাসীরা নাম এবং ধর্মীয় পরিচয় দাবি করে, পরিচয়পত্র পরীক্ষা করে, পর্যটকদের কলমা পাঠ করতে বাধ্য করে, এমনকি খৎনা পরীক্ষা করার জন্য জোর করে তাদের প্যান্ট খুলে ফেলে – এই সবই অমুসলিমদের চিহ্নিত করার জন্য। একবার শনাক্ত হওয়ার পর, হিন্দুদের একেবারে কাছে থেকে গুলি করা হয়।।
Pakistani actor Malik Kanji is spreading fake news about the Pahalgam terror attack by posing as Indian Army ‘Ashok Kumar’