এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,১০ সেপ্টেম্বর : আজ রবিবার এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দু’দল। কিন্তু বৃষ্টির জন্য সেই ম্যাচ ভেস্তে যায় । এদিন ফের মুখোমুখি হয়েছে চির প্রতিদ্বন্দ্বী দু’দল । ম্যাচের আগে বিকেল ৩টায় টসের জন্য মাঠে নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম । টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান বাবর আজম।
এশিয়া কাপে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দু’দল। জয়ের নিরিখে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত । ভারত মোট ৭ টি ম্যাচ জিতেছে পাকিস্তানের বিরুদ্ধে । যেখানে পাকিস্তান জিতেছে ৫ টি ম্যাচ ৷ দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুদলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।এশিয়া কাপের পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ভারত-পাকিস্তানের সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে বাবররা। ওয়ানডেতে দু’দল মোট ১৩৩ বার মুখোমুখি হয়েছে । যেখানে ৭৩ টি ম্যাচ জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে ৫৫টি ম্যাচ, ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে । তবে পরিসংখ্যান যেমনই হোক না কেন মাঠে রোহিত-কোহলিরা নিজেদের সেরাটা দিলে যেকোনো প্রতিপক্ষের জন্যই যে দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে তার প্রমাণ অনেকবারই দিয়েছেন তারা ।
শেষ খবর অনুযায়ী,ভারত ১৩.২ ওভারে বিনা উইকেটে ১০৩ রান করেছে । দুই প্রারম্ভিক ব্যাটসম্যানের মধ্যে রোহিত শর্মা করেছেন ৪১ বলে ৪৪ রান । ৫ টি চার ও ৩ টি ৬ মেরেছেন রোহিত । অন্য প্রারম্ভিক ব্যাটসম্যান শুভমান গিল করেছেন ৩৯ বলে ৫২ রান । এখনো পর্যন্ত তিনি ১০ টি চার মেরেছেন ।।