এইদিন ওয়েবডেস্ক,দুবাই,০৪ সেপ্টেম্বর : এশিয়া কাপের সুপার ৪ ম্যাচে আজ রবিবার ফের মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান । টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে পাকিস্তান । এদিনের হাইপ্রোফাইল ম্যাচে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া ।
আজকের দলে তিনটি বড় পরিবর্তন এনেছে রোহিত শর্মা । দীনেশ কার্তিকের জায়গায় এসেছেন বাঁহাতি ব্যাটসম্যান ঋষভ পন্ত । রবীন্দ্র জাদেজার জায়গায় অলরাউন্ডার হিসেবে খেলছেন হুদা। আর আভেশ খানের জায়গায় মাঠে নেমেছেন স্পিনার রবি বিষ্ণোই । আগের ম্যাচে রোমাঞ্চকর ম্যাচে হার্দিক পান্ড্য ও রবীন্দ্র জাদেজার জুটি শেষ ওভারে ভারতকে জয় এনে দেয়। আজও ম্যাচটি খুবই উত্তেজনাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে । প্রতিবেদন লেখা পর্যন্ত এদিনের ম্যাচে ৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৯১ রান করেছে ভারত । শাদাব খান তাঁর প্রথম বলেই কেএল রাহুলকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন ।
দু’দলের প্রথম ১৪-এর তালিকা হল :
★ভারত – রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দীপক হুডা, হার্দিক পান্ড্য, দীপক হুডা, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, আভেশ খান।
★পাকিস্থান- বাবর আজম, শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহনওয়াজ দাহানি, উসমান কাদির, মোহাম্মদ হাসনাইন ।