এইদিন স্পোর্টস নিউজ,২১ আগস্ট : পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া যেকোনো খেলা পারতপক্ষে এড়িয়ে যায় ভারত৷ কারন সন্ত্রাসের আঁতুর ঘর বলে পরিচিত পাকিস্তানে খেলতে গেলে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে । এজন্য “রাগ” করে ভারতে আয়োজিত হতে চলা এশিয়া কাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান। শুধু পাকিস্তানই নয়, নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকার করেছে আরও এক ইসলামি রাষ্ট্র ওমানও । অবশ্য তার জন্য এশিয়া কাপ হকির আয়োজনের উপর তেমন কোনো প্রভাব পড়েনি । এই দুই ইসলামি রাষ্ট্রকে বাদ দিয়েই বুধবার এশিয়া কাপ হকির সূচি ঘোষিত হয়েছে । ওমানের জায়গায় এশিয়া কাপে সুযোগ দেওয়া হয়েছে কাজাখস্তানকে । অন্যদিকে পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ ।
প্রসঙ্গত,পহেলগামে হিন্দু পর্যটকদের উপর পাকিস্তানি ও স্থানীয় সন্ত্রাসীদের হামলার পর পাকিস্তানের ভিসা বন্ধ করে দেয় বিদেশমন্ত্রক। ওই সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয় । যদিও এশিয়া কাপ হকির জন্য পাকিস্থানি খেলোয়াড়দের ভিসার অনুমতি দেওয়া হয়েছিল । কিন্তু
পাকিস্থান হকি ফেডারেশনের তরফে জানানো হয় যে তারা ভারতে খেলতে আসবে না । পাকিস্তানকে সমর্থন জানাতে ইসলামি রাষ্ট্র ওমানও এশিয়া কাপ হকি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ।
এশিয়া কাপ হকি শুরু হচ্ছে আগামী ২৯ আগস্ট । চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত । মোট ৮ টি দল অংশগ্রহণ করবে । দলগুলিকে দু’টি পুলে ভাগ করা হয়েছে । চিনের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। ভারতের পরের খেলাগুলি রয়েছে জাপান এবং কাজাখস্তানের সঙ্গে ।।