এইদিন স্পোর্টস নিউজ,২৫ আগস্ট : রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে পরাজিত হল পাকিস্তান । আজ রবিবার পাকস্থানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই পাকিস্তানের বিপক্ষে এটাই প্রথম জয় বাংলাদেশের। ৯৪ রানের ঘাটতি নিয়ে সকালে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে পাকিস্তান। কিন্তু বাকি নয় উইকেট নিয়ে বেশির দূর এগোতে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিন বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা । প্রথম ইনিংসে প্রায় সাড়ে চার শ’ রান তোলা পাকিস্তানিরা এবার ১৫০ করতে পারেনি। গুটিয়ে যায় মাত্র ১৪৬ রানে ।
ইতিহাস গড়তে বাংলাদেশ লক্ষ্য পায় মাত্র ৩০ রানের। বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ১৫ ও সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেয় । ম্যাচ সেরা হয়েছেন মুশফিকর রহিম। দীর্ঘ ২১ বছর পর কোনো বাংলাদেশি হিসেবে পাকিস্তানের মাটিতে সেঞ্চুরি করেছেন তিনি।
প্রথম ইনিংসে বাংলাদেশ ছাড়ায় সাড়ে ৫৫০ রানের গণ্ডি। যেখানে অবদান ছিল মিরাজেরও। সপ্তম উইকেটে মুশফিককে নিয়ে ১৯৬ রানের জুটি গড়েছিলেন এই অলরাউন্ডার। ৭৭ রানে আউট হন মিরাজ। আজ বল হাতেও সফল তিনি। চার উইকেট নিয়ে পাকিস্তানের মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন মিরাজ। সাকিব আল হাসান তিন উইকেট নিয়ে অবদান রাখেন বাংলাদেশের জয়ে। বাকি তিন উইকেট পান শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা। বাংলাদেশের বোলারদের তোপের মুখে মোহাম্মদ রিজওয়ানই যা প্রতিরোধ গড়েছিলেন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রিজওয়ান এবার আউট হন ৫১ রানে। এই টেস্টের আরেক সেঞ্চুরিয়ান সৌদ শাকিল তো ফিরতিবার রানই করতে পারলেন না!
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দলীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন ওপেনার আব্দুল্লাহ শফিক। এ লছাড়া অধিনায়ক শান মাসুদ ১৪ ও বাবর আজম ২২ রানে আউট হন। বাকি সাত ব্যাটসম্যান ছুঁতে পারেননি দুই অংক। তাদের সম্মিলিত রানের যোগফল ১১! শেষ ৪২ রান যোগ করতে গিয়ে পাকিস্তান ছয় উইকেট হারিয়ে অলআউট হয়ে যায়।
প্রসঙ্গত,পাকিস্তানের মাটিতে কোনো সংস্করণেই জয়ের নজির ছিল না বাংলাদেশের। ২০ ম্যাচের ২০টিতেই হেরেছিল তারা । অবশেষে তারা জয় পেয়ে চরম উচ্ছ্বসিত । এর আগে ১৩টি টেস্টের ১২টিতেই হেরেছিল বাংলাদেশ। অন্য ম্যাচটিতে ড্র করে । এবার রাওয়ালপিন্ডিতে চমক দেখাল তুলনামূলক দুর্বল এই দলটি ।।