এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,১৬ ডিসেম্বর : সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য বৃহস্পতিবার জাতিসংঘে পাকিস্তানের নিন্দা করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । এদিন পাকিস্তানের জিও টিভির সাংবাদিক জয়শঙ্করকে প্রশ্ন করেন, ‘নয়াদিল্লি, কাবুল, পাকিস্তান সন্ত্রাসবাদ কতদিন দেখবে, কতদিন যুদ্ধে চলবে ?’ এর উত্তরে বিদেশমন্ত্রী বলেন,’আপনি ভুল মন্ত্রীকে প্রশ্নটা করে ফেলেছেন । পাকিস্তানের মন্ত্রীই আপনাকে বলবেন যে পাকিস্তান কতদিন সন্ত্রাসবাদ অনুশীলন করতে চায় ।’ তিনি পাকিস্তানের সাংবাদিককে আরও বলেন,’আমার পরামর্শ হল দয়া করে আপনাদের কাজকর্মগুলো পরিষ্কার করুন, দয়া করে ভাল প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন, আশা করি আপনার চ্যানেলের মাধ্যমে আমার এই বার্তাটি পৌঁছে দেবেন।’
এদিকে ভারতের বিদেশমন্ত্রীর এই মন্তব্যের যোগ্য উত্তর খুঁজে না পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি । আর তিনি হাতিয়ার হিসাবে ব্যবহার করেন মোদী বিরোধী ভারতের রাজনৈতিক নেতাদের প্রয়োগ করা ভাষা । তিনি প্রধানমন্ত্রীকে ‘গুজরাটের কসাই’ বলে অভিহিত করেছেন । নিউইয়র্কে একটি সংবাদিক সম্মেলনে বিলাওয়াল বলেন,’আমি ভারতের বিদেশমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই যে ওসামা বিন লাদেন মারা গেছেন, কিন্তু ভারতের কসাই বেঁচে আছেন। আর তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী । তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত এদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল । এখন আরএসএসের প্রধানমন্ত্রী এবং আরএসএসের বিদেশমন্ত্রী । আরএসএস কি? আরএসএস হিটলারের এসএস থেকে অনুপ্রেরণা নেওয়া ।’
এরপর তিনি দাবি করেন,গুজরাট ও কাশ্মীরে সন্ত্রাস চালাচ্ছে আরএসএস এবং বিজেপি । শুধু তাইই নয়, পাকিস্তানের লাহোরে জোহর টাউন বিস্ফোরণের পিছনে ভারত রয়েছে বলে দাবি করেন তিনি ।
প্রসঙ্গত,নরেন্দ্র মোদি এবং আরএসএসের বিরুদ্ধে বিলাওয়াল ভুট্টোর অভিযোগগুলি সাধারণত ভারতের বাম-উদারপন্থীদের পাশাপাশি কংগ্রেসসহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির মুখে শোনা যায় । ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীকে ‘গুজরাটের কসাই’ বলে নিশানা করেছিল । এখন একই ভাষা শোনা গেল পাকিস্তানের বিদেশমন্ত্রীর মুখে ।।