এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ জুন : এশিয়া কাপ নিয়ে জট খুলতেই অক্টোবর-নভেম্বরে ওডিআই বিশ্বকাপ-২০২৩ টুর্নামেন্টে পাকিস্তানের ভারতে খেলতে আসার রাস্তা পরিষ্কার হয়ে গেছে । দীর্ঘ দিন বাদ ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত ও পাকিস্তানের মধ্যে বহুল প্রতীক্ষিত প্রথম ম্যাচটি হতে চলেছে । তবে দুটি ম্যাচের ক্ষেত্রে স্থান বদলের দাবি জানিয়েছে পাকিস্থান ক্রিকেট বোর্ড । ওই দুটি ম্যাচের মধ্যে একটি হল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম । খসড়া সূচি অনুযায়ী চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে পাকিস্তানকে । আর দ্বিতীয় ম্যাচটি হল আফগানিস্তানের বিপক্ষে । ওই ম্যাচের খেলা হওয়ার কথা রয়েছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে।
জানা গেছে,চেন্নাইয়ের পিচ স্পিন বোলারদের পক্ষে এবং বেঙ্গালুরুর পিচটি ব্যাটসম্যানদের জন্য তৈরি করা হয়েছে । এদিকে আফগানিস্তান দলে রশিদ খান, নূর আহমেদসহ বেশ কয়েকজন দুর্দান্ত স্পিনার রয়েছে । আফগান স্পিনারা যাতে পিচের সূযোগ নিতে না পারে তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড চেন্নাইয়ে নির্ধারিত আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বেঙ্গালুরুতে স্থানান্তরের দাবি জানিয়েছে বলে খবর । এখন অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য পিসিবি অনুরোধে বিসিসিআই সাড়া দেয় কিনা সেটাই দেখার বিষয় । বিসিসিআই সূত্র জানিয়েছে যে আইসিসি প্রোটোকলের অংশ হিসাবে তারা পিসিসিআই সদস্য বোর্ডগুলির কাছ থেকে এই বিষয়ে পরামর্শ চেয়েছে, তবে ভেন্যু পরিবর্তনের একটি বাধ্যতামূলক কারণ থাকতে হবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ।।