এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৪ নভেম্বর : পাকিস্তানের ধাঁচে সন্ত্রাসবাদী সংগঠন গড়ে উঠেছে বাংলাদেশে । বছর খানেক আগে গড়ে ওঠা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে ওই সন্ত্রাসবাদী সংগঠন নিয়ে চিন্তায় বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) । মূলত পার্বত্য এলাকায় গড়ে তুলেছে তাদের প্রশিক্ষণ শিবির । অল্প বয়সী ছেলেদের সেখানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে । ২০ থেকে ৩০ বছরের শত শত যুবক সন্ত্রাসবাদের প্রশিক্ষণ নিতে ঘর ছেড়েছে বলে অসমর্থিত সুত্রের খবর । যদিও এযাবৎ দেশ জুড়ে ঠিক কতজন যুবক ঘর ছাড়া রয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই র্যাবের কাছে ।
বৃহস্পতিবার রাতে কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র চারজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে র্যাব । তাদের নাম আব্দুল কাদের ওরফে সুজন ওরফে ফয়েজ ওরফে সোহেল (২৪), ইসমাইল হোসেন ওরফে হানজালা ওরফে মানসুর (২২), মুনতাছির আহমেদ ওরফে বাচ্চু (২৩) ও হেলাল আহমেদ জাকারিয়া (৩৩)। ধৃতদের কাছ থেকে দুটি সন্ত্রাসবাদী বই, প্রশিক্ষণ সিলেবাস, লিফলেট পাওয়া গেছে । তাদের জিজ্ঞাসাবাদ করে বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ।
শুক্রবার(৪ নভেম্বর ২০২২) দুপুরে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ‘জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ডাকে ঘরছাড়া অর্ধশতাধিক তরুণের খোঁজ এখনো পাওয়া যায়নি। তাই আমরা ধরেই নিয়েছি যে তারা দেশে যেকোনো সময় নাশকতা মূলক ঘটনা ঘটাতে পারে । তবে সন্ত্রাসবাদী হামলা আটকাতে প্রস্তুত র্যাব ।’ তিনি জানান,দেশ জুড়ে নিরুদ্ধেশ হয়ে যাওয়া ৫৫ জনের তালিকা রয়েছে তাঁদের হাতে ।
তবে এদিন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন খন্দকার আল মঈন । তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘কিছু স্বার্থান্বেষী মহলের কারণে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হচ্ছে বাংলাদেশের তরুন প্রজন্ম ।’ এই বিষয়ে তিনি খোলসা করে কিছু না বললেও তাঁর ইঙ্গিত ছিল মূলত বাংলাদেশ ন্যাশানাল পার্টি (বিএনপি), বাংলাদেশ জামায়েত ইসলামীর মত কিছু মৌলবাদী সংগঠনের দিকে ।
এদিকে বাংলাদেশে সন্ত্রাসবাদী সংগঠনের বাড়বাড়ন্তের কারনে ভারতকে সব থেকে বেশি সমস্যার মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ,আসাম,ত্রিপুরার কাছে এটি একটি অশনি সঙ্কেত । এমনিতেই পাকিস্থানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে নিয়ে ব্যতিব্যস্ত ভারত । তার উপর বাংলাদেশ যদি সন্ত্রাসবাদে লাগাম টানতে সক্ষম হয় তাহলে ভারতের ওই তিন রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপ দ্রুত হারে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এদিকে বাংলাদেশ থেকে ভারতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে । ত্রিপুরায় ৭ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ । তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছে । এটি গাড়িতে চড়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটকে জেরা করে জানতে পারে তারা আদপে বাংলাদেশি রোহিঙ্গা ।।