এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০১ নভেম্বর : কয়েক হাজার আফগান শরণার্থীকে ফেরত পাঠানোর জন্য নির্ধারিত সময়সীমা দুই দিনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক । পাকিস্তানের অন্তর্বর্তী স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি মঙ্গলবার একটি ভিডিও বার্তায় বলেছেন, শরণার্থীদের তাদের দেশে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য আর মাত্র দুই দিন বাকি রয়েছে। অপারেশনটি “দীর্ঘ এবং ধীরে ধীরে” হবে । তিনি বলেন,’আমরা কোনো শরণার্থীকে বিতাড়িত করব না, শুধুমাত্র যারা সম্পূর্ণ অবৈধ তারাই পাকিস্তান ত্যাগ করবে ।’ তবে জানা যাচ্ছে যে বেশিরভাগ আফগান শরণার্থীকে জোরপূর্বক বহিষ্কারের প্রক্রিয়া বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেছে ।
বুগতি আরও উল্লেখ করেছেন যে পাকিস্তান সরকার স্বেচ্ছায় দেশ ছেড়ে যাওয়া শরণার্থীদের সাহায্য করবে। এই বিষয়ে তিনি বলেছেন,’আমরা তাদের দুই থেকে তিন দিনের জন্য খাবার এবং স্বাস্থ্য সুবিধা দেওয়ার চেষ্টা করব ।’ পাকিস্তানি কর্তৃপক্ষ দাবি করে যে পাকিস্তানে ৪০ লক্ষেরও বেশি আফগান শরণার্থী আছে, যাদের মধ্যে প্রায় ১৭ লক্ষ অনথিভুক্ত । ইসলামাবাদ দাবি করেছে যে আফগানরা এ বছর দেশটিতে ১৪টি আত্মঘাতী হামলায় জড়িত। যদিও পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করেছে তালিবান । অক্টোবরের শুরু থেকে কান্দাহারের তোরখাম এবং স্পিনবোল্ডেক ক্রসিং দিয়ে কমপক্ষে ১,০০,০০০ আফগান শরণার্থী তাদের দেশে ফিরে গেছে ।।