এইদিন ওয়েবডেস্ক,পেশোয়ার,০৯ নভেম্বর : আজ শনিবার পাকিস্তানের উত্তর-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের কোয়েটা রেলওয়ে স্টেশনে বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে । জিও নিউজের রিপোর্টে বলা হয়েছে, প্রাথমিকভাবে ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই রেলস্টেশনের বুকিং অফিসে বিস্ফোরণ ঘটে ।জাফর এক্সপ্রেস সকাল ৯টায় পেশোয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় ট্রেনটি তখনও প্ল্যাটফর্মে পৌঁছায়নি। স্টেশনের স্বাভাবিক ভিড়ের পরিপ্রেক্ষিতে হতাহতের ঝুঁকি বেশি বলে রিপোর্টে জানানো হয়েছে ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে । ভিডিওতে প্রচুর যাত্রীকে ট্রেনের জন্য প্লাটফর্মে অপেক্ষা করতে দেখা যায় । সেই সময় ভিড়ের মাঝামাঝি প্রবল বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায় । কোয়েটা সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য অতিরিক্ত চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফদের ডাকা হয়েছে। রেল আধিকারিকদের মতে, জাফর এক্সপ্রেস সকাল ৯টায় পেশোয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের সময় ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছায়নি। অনেক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ ইউসুফ রাজা গিলানি এই মারাত্মক ঘটনার নিন্দা করে বলেছেন,’সন্ত্রাসীরা মানবতার শত্রু যারা নিরীহ মানুষকে টার্গেট করেছে।’ গিলানি সন্ত্রাসবাদের মূলোৎপাটনে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার জন্য তার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রাণঘাতী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রদেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য তার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। যদিও এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি ৷।