এইদিন স্পোর্টস নিউজ,২৯ মার্চ : নিউজিল্যান্ড সফরে গিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সেই পরাজয়ের জের কাটতে না কাটতেই আজ শনিবার পাকিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও হেরে গেছে । নেপিয়ারে আগে ব্যাটিং করে চাপম্যানের সেঞ্চুরি, ড্যারিল মিচেল ও অভিষিক্ত মোহাম্মাদ আব্বাসের রেকর্ডগড়া ফিফটিতে ভর করে ৯ উইকেটে ৩৪৪ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে পাকিস্তান ভালো শুরু পেয়েও ৩৪ বলে শেষ ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ২৭১ রানে। ৭৩ রানের হারে সিরিজে ১-০ তে পিছিয়ে পড়ল সফরকারীরা।
অথচ আজ ম্যাচের শুরুতে লাগাম ছিল পাকিস্তানের হাতেই। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ৩৩ রানের মধ্যেই দুই ওপেনার উইল ইয়াং (১) ও নিক কেলিকে (১৫) হারায় কিউইরা। তিনে নামা নিকোলাস হেনরিও ১১ রান করে বিদায় নেন। ৫০ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ড তখন অনেকটা ব্যাকফুটে, এমন অবস্থায় ত্রাতা হয়ে হাজির হন চাপম্যান। মিচেলকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ১৯৯ রান তুলে ম্যাচের গতিপথ পাল্টে দেন। মিচেল ৭৬ রান করে আউট হলে উইকেটে আসেন অভিষিক্ত আব্বাস।
লাহোরে জন্ম নেওয়া এই ২১ বছর বয়সী তরুণ উইকেটে এসেই ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ২৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ফিফটি আদায় করেন। ওয়ানডে অভিষেকে এটাই সবচেয়ে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড। আগের রেকর্ডটা ছিল ২৬ বলের। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে মাত্র ২৬ বলে ফিফটি করেছিলেন ভারতের ক্রুণাল পান্ডিয়া। সে রেকর্ডকে পেছনে ফেলার দিনে আব্বাস আউট হয়েছেন ইনিংসের শেষ বলে। ততক্ষণে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৪০ ছাড়িয়েছে। ইনিংস সর্বোচ্চ ১৩২ রান করেছেন চ্যাপম্যান।
রান তাড়ায় পাকিস্তানের শুরুটা ভালোই হয়েছিল । দুই ওপেনার আবদুল্লাহ শফিক (৩৬) ও উসমান খানের (৩৯) উদ্বোধনী জুটিতে ৮৩ রান পায় পাকিস্তান। তবে ৫ রানের ব্যবধানে আউট হয়ে যান দুজনেই। এরপর বাবর-রিজওয়ান মিলে তৃতীয় উইকেট জুটিতে ৭৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। রিজওয়ান ৩০ রান করে আউট হলে উইকেটে নামেন সালমান আলী আগা। বাবরকে সঙ্গে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন। পাকিস্তানের স্কোর বোর্ডে তখন ২৪৯ রানে ৩ উইকেট। সমর্থকেরা হয়তো জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল। ৬৮ বলে ৯৬ রান দরকার ছিল তখন। কিন্তু বাবর আউট হতেই সে পরিস্থিতি পাল্টে যায়। অবিশ্বাস্যভাবে শেষ ৩৪ বলে ৩২ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় পাকিস্তান। শেষ দিকে যে কটা রান এসেছে, সেটা সালমান (৫৮) উইকেটে ছিলেন বলেই ।।