এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০৮ মে : পহেলগামে ইসলামি সন্ত্রাসবাদীদের হিন্দু পর্যটকের নরসংহারের পর পাকিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে “অপারেশন সিঁদূর” চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী । ইতিমধ্যেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯ টি সন্ত্রাসী ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে সেনা । পাকিস্তানের আশ্রয়ে থাকা বিভিন্ন ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনের ১০০-এর অধিক সন্ত্রাসী নিকেশ হয়েছে বলে আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । আজও পাকিস্থানের একাধিক প্রদেশে অন্তত ৫০ টি ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় বিমানবাহিনী । বহু সন্ত্রাসীর হতাহতের খবর পাওয়া গেছে । কিন্তু বাংলাদেশের সংবাদমাধ্যম ও পশ্চিমবঙ্গের মুসলিমদের একাংশ অংশ মনে করছে যে পাকিস্তান ভারতের বেশি ক্ষতি করে দিয়েছে । তাদের দলেই রয়েছে নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলরের স্বামী শাহজাহান শেখ ।
শুধু তাইই নয়,পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় সেনার পাল্টা জবাবে পাকিস্তানকে সমর্থন জানিয়ে লাগাতার দেশবিরোধী পোস্ট করে যাচ্ছিল পাকিস্তান প্রেমী শাহজাহান শেখ,বলে অভিযোগ । যা নিয়ে স্থানীয় হিন্দুদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল । উঠছিল গ্রেপ্তারের দাবি । বিশেষ করে এনিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করছিল বিজেপি । তার শাস্তির দাবিতে সরব হয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । শেষ পর্যন্ত চাপে পড়ে পাকিস্তানপন্থী তৃণমূলের নেতা শাহজাহান শেখকে বুধবার মধ্যরাতে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন,’যাদের এই প্রকার মানসিকতা তাদের ভারতে থাকার কোনও অধিকার নেই, অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত।’
যদিও পাকিস্তানপ্রেমী শাহজাহান শেখ তার ফেসবুকে ভারত বিদ্বেষী পোস্টের জন্য নিজের বাড়ির নাবালদের উপর চাপিয়ে দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন । কিন্তু বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি স্থানীয় বাসিন্দা ও পুলিশের । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । এদিকে এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল।।

