এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১২ মে : মাত্র দিন চারেকের ব্যবধানে দেশবিরোধী পোস্ট করে প্রেপ্তার হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দাঁইহাটের বাসিন্দা আরও এক মুসলিম যুবক । ধৃতের নাম মিলন শেখ (৩৫)। পেশায় রাজমিস্ত্রি ওই যুবকের বাড়ি দাঁইহাটের মোকামপাড়ায় । স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের বিরুদ্ধে রাস্ট্রদ্রোহিতা,দেশের বিরুদ্ধে যুদ্ধের চক্রান্ত, দেশের সার্বভৌমত্ব আঘাত, দেশের সেনাদের মনোবল ভাঙ্গার চেষ্টা,সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
ফেসবুক রিলসে কিছু যুদ্ধবিধ্বস্ত দৃশ্যের ভিডিও দেখিয়ে মিলন শেখ লিখেছিল, ‘গতকাল পাকিস্তানের অপারেশন সোহাগরাতের আক্রমণে ভারতের অবস্থা। খুশি হলে শেয়ার করুন…।’ অন্য একটি ভুয়া ছবি করেন সে তাতে লেখে,’যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্তানের কাছে পরাজয় শিকার করল ভারত । চীনা রাডারেই কাবু ফ্রান্সের রাফাল , ভারতের দম্ভ পাকিস্তানে ভুপতিত । খুশিতে একটি নাগিন ড্যান্স দেওয়া যাক।’ জানা গেছে,তার ওই সমস্ত দেশ বিরোধী পোস্ট স্থানীয় হিন্দুদের নজরে পড়লে রবিবার বিকেল নাগাদ বেশকিছু লোকজন মিলন শেখের বাড়ির সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁরা অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায়। ফলে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলন শেখকে আটক করে থানায় আনে। সন্ধ্যায় স্থানীয়দের পক্ষ থেকে মিলন শেখের বিরুদ্ধে এফআইআর দায়ের করলে রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

এর আগে দাঁইহাটের বাসিন্দা সরিফ শেখ নামে এক পরিযায়ী শ্রমিক যুবক দেশবিরোধী পোস্ট করে প্রেপ্তার হয়েছে । সে মুম্বাইয়ে থাকে । তাকে ট্রানজিট রিমান্ডে আনছে কাটোয়া থানার পুলিশ । শুধু তাইই নয়, মিলন শেখ ও সরিফ শেখ ছাড়াও কাটোয়া এলাকার বাসিন্দা আরও এক পাকিস্তান প্রেমী ভারত বিরোধী পোষ্ট করে তার ফেসবুক প্রোফাইলে। ওই ঘটনাতেও এফআইদায়ের করা হয়েছে। তবে অভিযোগ দায়ের হতেই সে চম্পট দিয়েছে । পুলিশ তাকে খুঁজছে ।।

