এইদিন ওয়েবডেস্ক,উদয়পুর,৩০ জুন : রাজস্থানের উদয়পুরের হিন্দু ব্যাবসায়ী কানহাইয়া লালকে নৃসংশ খুনের ঘটনায় পাকিস্থানের যোগ রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারী দল । হত্যাকারী গাউস মহম্মদ সন্ত্রাসবাদী প্রশিক্ষণের জন্য পাকিস্তানে গিয়েছিল এবং স্লিপার সেল হিসাবে সে ভারতে বসবাস করছিল । এমনকি সে বিভিন্ন নম্বরের মাধ্যমে পাকিস্তানী হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগও করত বলে খবর । এখন খুনির মোবাইলের কল ডিটেইল রেকর্ড পরীক্ষার পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্রোফাইল খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি ।
এদিকে জনবহুল রাস্তার পাশে একটি দোকানের মধ্যে প্রকাশ্য দিবালোকে এই নৃসংশ খুনের ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে । মুখ্যমন্ত্রী অশোক গেহলট একটি বিবৃতি জারি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন । কিন্তু এই খুনের ঘটনার পর রাজস্থান সরকার ও পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । কারন খুনের আগেই সোশ্যাল মিডিয়ায় তার আঁচ দিয়ে রেখেছিল জিহাদীরা । আসছিল খুনের হুমকিও । এই কারনে পুলিশের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছিলেন কানহাইয়া লাল । কিন্তু পুলিশ তাঁর আবেদনকে গুরুত্বই দেয়নি বলে অভিযোগ । পাশাপাশি খুনের ঘটনার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট যেভাবে নূপুর শর্মার ইস্যুতে কেন্দ্র সরকারকে নিশানা করেছিলেন তাতে কংগ্রেস সরকারের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠছে । অনেকে এই ঘটনার জন্য কংগ্রেস সরকারের তোষণ নীতিকে দায়ি করছেন ।।