এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০১ নভেম্বর : তালিবান ক্ষমতা দখলের পর সব থেকে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে আফগানিস্তানের মূলধারার মিডিয়া হাউসগুলি । রিপোর্টার্স উইদাউট বর্ডারস এবং আফগান ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় জানা গেছে, ২০২১ সালে তালিবান ক্ষমতা হাতে নেওয়ার পর ২০০ টিরও বেশি মিডিয়া হাউস বন্ধ হয়ে গেছে । ফলে প্রায় ৬,৪০০ সাংবাদিক বেকার হয়ে পড়েছেন ।তালিবান শাসনের কাঠামোর মধ্যে কাজ করতে অভ্যস্ত নয়, বেশ কিছু মিডিয়া ব্যক্তিত্ব প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলিতে চলে গেছে। আর এই সুযোগে নিজেদের ভালো ভাবমূর্তি তুলে ধরতে ওই সমস্ত মিডিয়া হাউস ও সাংবাদিকদের কাজে লাগাতে শুরু করেছে পাকিস্থান । তারা বিশেষ করে আফগানি মহিলা সাংবাদিকদের টার্গেট করছে । তাঁদের বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স করানোর প্রলোভন দেখাচ্ছে পাকিস্থানের বিভিন্ন এজেন্সিগুলি । কিছু স্থানীয় মিডিয়া হাউসের সাহায্যে তাঁদের আর্থিক সহায়তারও প্রস্তাব দেওয়া হচ্ছে বলে আফগান ডায়াস্পোরা নেটওয়ার্ক জানিয়েছে।
তবে বেশিরভাগ আফগান মিডিয়া নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে । তাঁরাও পাকিস্থানের এই চক্রান্তের বিষয়ে সম্পূর্ণ অবগত নন । আর আফগান সাংবাদিকদের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে তাঁদের মাধ্যমে পাকিস্তান সম্পর্কে ইতিবাচক কভারেজ এবং আফগানিস্তানের পুনর্গঠনে সম্ভাব্য ভূমিকার কথা তুলে ধরে সাধারণ আফগানি নাগরিকদের মনে জায়গা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ ।
প্রসঙ্গত,২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর শাসনক্ষমতা দখল করে তালিবান । প্রথমদিকে ইসলামাবাদের পরিকল্পনা ছিল তারা তালিবানের উপর প্রভাব বিস্তার করে বকলমে দেশ শাসন করবে । এজন্য তারা আপ্রাণ চেষ্টাও চালিয়েছিল । কিন্তু তার তালিবানকে কিছুতেই বসে আনতে পারেনি । উলটে যত দিন গড়িয়েছে ততই দু’দেশের সম্পর্কের অবনতি হয়েছে । সাধারণ আফগানিদের মধ্যেও পাকিস্থান সম্পর্কে ভালো ধারনা নেই । তাই এবার কাজ হারানো সাংবাদিকদের প্রলোভন দেখিয়ে তাদের মাধ্যমে আফগান নাগরিকদের মনে ভালো ভাবমূর্তি জাগিয়ে তাদের তালিবানের বিরুদ্ধে উসকে দেওয়ার ষড়যন্ত্র করতে শুরু করেছে সন্ত্রাসবাদের জনক পাকিস্তান ।।