এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,১৬ ডিসেম্বর : জম্মু-কাশ্মীরে ভয়াবহ নাশকতা চালানোর জন্য ৩০০-এর বেশি সন্ত্রাসবাদীকে অনুপ্রবেশ করানোর মতলব করছে পাকিস্তান । বিভিন্ন সুত্র মারফত বিএসএফ জানতে পেরেছে,বর্তমানে ওই সন্ত্রাসবাদীর দল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ শিবির রয়েছে । চীন ও ভারতের মধ্যে উত্তেজনা পরিস্থিতির সুযোগ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় ওই সন্ত্রাসবাদীদের ভারতে অনুপ্রবেশ করানোর সুযোগের অপেক্ষায় রয়েছে পাকিস্তান । পাকিস্থানের মদতপুষ্ট লস্কর-এ-তৈবা জইশ-এ- মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং আলবদরের মত কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনগুলির প্রশিক্ষিত সন্ত্রাসবাদীরা পাহাড়ে তুষারপাতের পরে জম্মু, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করা হতে পারে বলে আশঙ্কা বিএসএফ-এর ।
এদিকে এই তথ্য সামনে আসার পরেই হাই অ্যালার্টে রয়েছে বিএসএফ । সীমান্ত এলাকায় তিন স্তরের নিরাপত্তা কর্ডন প্রস্তুত করা হয়েছে । বাড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তে এলাকায় সৈন্যদের টহলদারি । সীমান্তের স্পর্শকাতর এলাকায় অ্যামবুস বসানো হয়েছে । নাকা পয়েন্ট থেকে পাকিস্তানের উপর কড়া নজরদারির পাশাপাশি পাকিস্তান থেকে আসা ড্রোনের ওপর নজর রাখা হচ্ছে । এছাড়া টানেলিং বিরোধী অভিযান চালাচ্ছে বিএসএফ ।।