এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,২৮ অক্টোবর : শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ২৬ তম ম্যাচে ফের হারের মুখ দেখতে হল পাকিস্তানকে । ওই ম্যাচটি দক্ষিণ আফ্রিকা এক উইকেটে জিতেছে । এদিকে এই পরাজয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে পাকিস্তান । পাকিস্তানের সেমিফাইনালে ওঠা এক প্রকার অসম্ভব বলে মনে করা হচ্ছে ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে ২৭০ রান করে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও সৌদ শাকিলের অর্ধশতক এবং শাদাব খানের ৪৩ রান ছাড়া অন্য কোনো খেলোয়াড় বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। এর ফলে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ২৭১ রানের লক্ষ্য দেয় বাবর আজমের দল । দক্ষিণ আফ্রিকার হয়ে তাবরিজ শামসি ৪টি, মার্কো জন সেন ৩টি, জেরাল্ড কোইজি ২টি উইকেট নেন।
পাকিস্তানের দেওয়া ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন এইডেন মার্করাম । তিনি ৯৩ বলে ৩ ছক্কা ও ৭ চারের সাহায্যে ৯১ রান করে দলের জয়ের রাস্তা সুগম করে দেন । মার্করাম ছাড়া অন্য কোনো খেলোয়াড় ভালো রান করতে ব্যর্থ হন।
দক্ষিণ আফ্রিকা ৪৭.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭১ রান করে। শেষ বলে চার মেরে দলকে জয় এনে দেন ভারতীয় বংশভূত দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় কেশব মহারাজ ।
ম্যান অব দ্য ম্যাচের হয়েছেন দক্ষিণ আফ্রিকার হয়ে চার উইকেট নেওয়া তাবরিজ শামসি । শুক্রবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সমর্থনে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল ভারতীয় দর্শকরা । একজন ভারতীয় দর্শক সংবাদ সংস্থা এএনআইকে বলেন,’ম্যাচটা ছিল অসাধারণ। আমরা দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করেছি এবং তারা ম্যাচ জিতেছে, আমরা খুশি ।’।