এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ এপ্রিল : ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলায় বেজায় চটেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) । পাকিস্তানের তাবড় প্রাক্তন ক্রিকেটাররা সাফ জানিয়েছিল তারাও এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না । পরিবর্তে কোনো নিরপেক্ষ দেশে খেলতে চায় তারা । যদিও সেই অবস্থান থেকে বর্তমানে সরে এসেছে পিসিবি । জানা যাচ্ছে যে পাকিস্তান ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারতে আসতে ইচ্ছুক, তবে তারা শুধুমাত্র চেন্নাই এবং কলকাতায় তাদের ম্যাচগুলো খেলতে পছন্দ করবে । কারন হিসাবে দলের নিরাপত্তাকে সামনে রাখা হয়েছে । আইসিসি সূত্রে খবর, পাকিস্তান দল মনে করছে যে আগের সফরে এই দুই শহর তাদের জন্য নিরাপদ ছিল ।
একদিনের বিশ্বকাপ টুর্নামেন্ট অস্থায়ীভাবে চলতি বছরের ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৷ ভারতের আহমেদাবাদ, লখনউ, মুম্বাই, রাজকোট, ব্যাঙ্গালোর, দিল্লি, ইন্দোর, গুয়াহাটি,কলকাতা,চেন্নাই, হায়দ্রাবাদ, ধর্মশালা সহ ১২ টি শহর মিলে বিশ্বকাপের মোট ৪৬ টি ম্যাচ খেলা হবে । সূত্রের খবর,পাকিস্তানের খেলার বিষয়টি নিয়ে আইসিসি ও পিসিবির মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে । আর ওই বৈঠকে পাকিস্থান তাদের অধিকাংশ ম্যাচ কলকাতা ও চেন্নাইয়ে খেলতে চায় বলে ইচ্ছা প্রকাশ করেছে বলে সূত্রের খবর । যদিও এখনো ভারত সরকার ও বিসিসিআইয়ের উপর অনেক কিছু নির্ভর করছে ।
পাকিস্তান ২০১৬ সালে কলকাতায় ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচ খেলেছিল এবং খেলোয়াড়রা নিরাপত্তা নিয়ে খুব খুশি ছিল । এছাড়া চেন্নাইয়ে দলের নিরাপত্তা নিয়েও সন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ।।