এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৬ আগস্ট : বাংলাদেশ বর্তমানে কার্যত নৈরাজ্য চলছে । শেখ হাসিনার বাসভবন থেকে শুরু করে হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটছে । আরে এই ঘটনায় চরম খুশি ভারতের আরেক প্রতিবেশী মুসলিম রাষ্ট্র পাকিস্তান । আর সেই খুশির ঝলক দেখতে পাওয়া গেল পাকিস্তানের প্রথম প্রথম শাড়ির সংবাদপত্র গুলিতে ৷ আজ মঙ্গলবার পাকিস্তানের শীর্ষস্থানীয় পত্রিকা ‘ট্রিবিউন’-এর প্রথম পাতায় শিরোনাম হলো- ‘বাংলাদেশে জনগণের জয় হয়েছে‘। এই খবরের ছবিতে দেখা যায়, রাস্তায় বিক্ষোভ করতে দেখা যায় লোকজনকে। বাংলাদেশে শেখ হাসিনা সরকার উৎখাত হয়েছে। এই কঠিন সময়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। বলা হচ্ছে, শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় নিতে পারেন। বর্তমানে শেখ হাসিনাকে ভারতের একটি সেফ হাউসে রাখা হয়েছে। আমেরিকা থেকে যুক্তরাজ্য বাংলাদেশের অবনতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশের নৈরাজ্যের জন্য পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন জামায়াত -ই-ইসলামী দল দায়ী। আসলেই কি তাই? পাকিস্তানের সংবাদপত্রের আজকের শিরোনাম পড়লে একই ইঙ্গিত পাওয়া যায়।
পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘ট্রিবিউন’ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে দেশের জনগণের বিজয় বলে অভিহিত করেছে। পত্রিকার প্রথম সংবাদের শিরোনাম হলো- জনগণের শক্তি বিরাজ করছে বাংলাদেশে । ‘ট্রিবিউন’ মনে করে যে বাংলাদেশে যে সহিংস বিক্ষোভ হয়েছে তাতে জনগণের জয় হয়েছে। একই সঙ্গে ভারতীয় সংবাদপত্র ‘হান্স ইন্ডিয়া’র আজকের শিরোনাম হলো- বাংলাদেশ বার্নস। প্রতিবেশী দেশটির প্রতি ভারতের উদ্বেগ এই শিরোনামে দৃশ্যমান। ভারত প্রতিটি কঠিন সময়ে বাংলাদেশকে সমর্থন করেছে এবং আজও সমর্থন করছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ বেশ তুমুল হয়ে উঠেছে। শিক্ষার্থীরা সরকারি অফিস ও যানবাহনে আগুন ধরিয়ে দেয়। মনে হচ্ছিল সারা বাংলাদেশ যেন জ্বলছে। শেখ হাসিনাকে কটূক্তি করে হেডলাইন দিয়েছে ‘দ্য নিউজ’ পত্রিকা। পত্রিকার শিরোনাম হল- বাংলাদেশ ছাত্র বিক্ষোভে সরকারের পতন; হাসিনা পলায়ন করেছে, সামরিক বাহিনী দখল করেছে ।
এদিকে বাংলাদেশে সহিংসতার পর ভারতে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার হিন্দন বিমান ঘাঁটির সেফ হাউসে রাত কাটিয়েছেন। শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে তার বোন রিহানার সাথে গাজিয়াবাদের ভারতীয় বিমান ঘাঁটিতে অবতরণ করেন। শেখ হাসিনা ১৪ ঘণ্টারও বেশি সময় ধরে হিন্দন বিমান ঘাঁটির সেফ হাউসে রয়েছেন। তাদের নিরাপত্তার জন্য এয়ার সার্ভিসের গরুড় কমান্ডোদের মোতায়েন করা হয়েছে।
সোমবার শেখ হাসিনা হঠাৎ করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে বাংলাদেশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এরপর সেনাবাহিনীর হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন। শেখ হাসিনা দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ তার বাসভবনে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট চালায়। গত ১৫ দিনে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ৩০০ জনের বেশি মানুষ মারা গেছে বলে জানা গেছে ।।