এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১২ অক্টোবর : বন্যার কারনে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে ব্যাপক হারে বাড়ছে মশা বাহিত রোগের প্রকোপ । সেই কারনে ম্যালেরিয়া-ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ ঠেকাতে ভারতের কাছ থেকে ৬২ লাখ মশারি কিনছে পাকিস্তান । পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সেদেশের সংবাদমাধ্যম জিইও টিভিকে জানিয়েছেন,সিন্ধু, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশের ৩২ জেলায় বেশ কিছুদিন ধরে মশাবাহিত রোগ ভয়াবহ আকার ধারণ করছে । খুবই দ্রুতহারে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ছে । শিশুসহ হাজার হাজার মানুষ ম্যালেরিয়া ও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে । তার মধ্যে ২৬টি জেলায় মশাবাহিত রোগ কার্যত মহামারীর আকার ধারণ করেছে । সেই কারনে তাঁরা ভারতের কাছ থেকে মশারী কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
তাঁরা আরও জানিয়েছেন,ইতিমধ্যেই তাঁরা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এই বিষয়ে চিঠি পাঠিয়েছেন । মন্ত্রণালয়ের অনুমোদন মিললে আগামী ১৫ নভেম্বরের মধ্যেই পাঞ্জাব রাজ্যের ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত থেকে পাকিস্তানে ৬২ লাখ মশারি আমদানি করা হবে ।পাকিস্তানের বন্যাদুর্গতদের চিকিৎসা সহায়তা দিতে বিশেষ বৈশ্বিক তহবিল গঠন করেছে জাতিসংঘের শাখা সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । সেই তহবিল থেকেই মশারি কেনা বাবদ অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রক ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আধিকারিক জিইও টিভিকে বলেন,’বিশ্ব স্বাস্থ্য সংস্থা মশারি ক্রয় বাবদ অতিরিক্ত অর্থ দেওয়ার বিষয়ে রাজি হয়েছে । এখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললে অল্প কিছুদিনের মধ্যেই আমরা ভারত থেকে মশারি আনতে পারব। আশা করছি শিগগিরই অনুমোদন দেবে বাণিজ্য মন্ত্রণালয় ।’
উল্লেখ্য,বিগত চার দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পাকিস্তানে । ফলে নজিরবিহীন বন্যার মুখোমুখি হয়েছে পাকিস্তানের সিন্ধু, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশ । ভয়াবহ বন্যার প্রভাবে ওই সমস্ত অঞ্চলগুলিতে বিভিন্ন মহামারির মতো ছড়িয়ে পড়ছে জল ও মশাবাহিত বিভিন্ন রোগ । এখন ওই রোগ মোকাবিলা করতে গিয়ে কার্যত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রককে ।।